দুটো মাথা বিশিষ্ট এবং শুয়োরের দেহর মতন দেখতে একটি গরুর ছানা জন্ম হয়েছে। এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে রাশিয়াতে। গরুর থেকেও এই গরুর বাচ্চাটিকে দেখতে অনেকটা শূয়োরের মতন। এই গরুটি জন্মগ্রহণ করেছে খাকাসিয়াতে। তবে সেই জায়গাকার ‘ভেটেনারি মেডিসিন অফ মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফুড এন্ড রিপাবলিক’ এর কর্ণধার জানিয়েছেন, এই রকম ঘটনা এই প্রথম এখানে ঘটেছে। তবে সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, যে সাধারনত এগুলই জেনেটিক সমস্যা এই ধরনের সমস্যা মানুষের ক্ষেত্রেও দেখা যায়।
এই বাছুরের জন্মের কয়েক দিন বাদে মৃত্যু হয়েছে ওই জন্মদাত্রী গরুটির। স্থানীয়রা জানিয়েছেন, জন্মের সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় ওই বাছুরটির। এই প্রাণীটির মৃত্যুর পরই এই ছবি তোলা হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রাণীর যে ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, প্রাণীটির দু’টি মাথা রয়েছে। মৃত্যুর পরে জিভ বার হয়ে রয়েছে প্রাণীটির। শরীর একেবারে গোলাপি রঙের। মাথার পর থেকে বাকি শরীর একেবারেই শুয়োরের মতো। শুয়োরের গায়ে যেমন লোমের চিহ্ন থাকে না, এক্ষেত্রেও তেমনটাই নজরে এসেছে। সেই গড়ন দেখে অবাক হয়েছিলেন পশুখামারের মালিক। তার পরই তিনি খবর দেন স্থানীয় প্রাণী গবেষণা কেন্দ্রে।
অদ্ভুত দেখতে এই বাছুর এবং শুয়োরের প্রাণীর সংমিশ্রণকে পরীক্ষা নিরীক্ষা করেছেন পশু চিকিৎসকরা। পশু চিকিৎসক এবং গবেষকদের দল জানিয়েছেন, এভাবে সদ্যোজাতর জিনের অ্যাবনরমালিটির অন্যতম কারণ genome- এর পরিবর্তন। নির্দিষ্ট প্রাণীর বাহ্যিক এবং পারিপার্শ্বিক পরিবেশের কারণে এই মিউটেশন বা জিনের অ্যাবনরমালিটি দেখা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর চিনে একটি দু’মাথার বাছুরের জন্ম হয়েছিল, যা তার দুটো মুখ দিয়ে জল খেতেই অভ্যস্ত ছিল।