Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

শুধু দাঁত মাজতেই নয়, গৃহস্থালীর নানা কাজে ম্যাজিকের মত কাজ করে টুথপেষ্ট! পড়ুন টিপস্

প্রাত্যহিক জীবনে টুথপেস্ট খুব সাধারণ একটি সামগ্রী। সকালে মুখ পরিষ্কার করতে অপরিহার্য টুথপেস্ট। কিন্তু জানেন কি, শুধু দাঁত পরিষ্কার করতেই যে টুথপেস্ট ব্যবহার করা হয়, তা নয়। ঘরের একাধিক কাজে ব্যবহার হতে পারে টুথপেস্ট।

সাদা জুতোকে করে তোলে আরও সাদা:

স্নিকার্স বা সাদা কেডসে যে রবারের ট্রিম থাকে, সে জায়গাটা কয়েকবার ব্যবহার করার পর থেকেই রং হারাতে আরম্ভ করে৷ অনেকসময় অনেক চেষ্টাতেও সেই দাগ মেটে না। এক্ষেত্রে নরম কাপড়ে টুথপেস্ট লাগিয়ে দাগের উপর ঘষুন। দাগ উঠে যাবে।

ক্রেয়ন রং-পেন্সিলের দাগ তুলতে

শিশুরা অনেক সময় দেয়ালে ক্রেয়ন রং দিয়ে ছবি একেঁ থাকে। এই দাগ দূর করা যায় টুথপেস্টের সাহায্যে। দেওয়ালে টুথপেস্ট মেখে জল দিয়ে ঘষে পরিষ্কার করলে দাগ উঠে আসবে।

কাপড় থেকে কালি বা লিপস্টিকের দাগ তুলতে:

কালি ও কাপড়ের ধরনের ওপর নির্ভর করবে এই পদ্ধতি কতটা কাজ করবে। কালির দাগের ওপর জেলধর্মী নয় এমন টুথপেস্ট মেখে কিছুক্ষণ ঘষুন ও পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি দেখা যায় দাগ উঠে আসছে তবে বেশ কয়েকবার এই পদ্ধতি অনুসরণ করতে পারেন, যতক্ষণ না দাগ উঠে যাচ্ছে।

হাত থেকে গন্ধ দুর করতে:

পেঁয়াজ, রসুন কুচোলে বা মাছ ধুলে হাতে নাছোড় গন্ধ জড়িয়ে যায়, খুব কড়া সাবান ব্যবহার না করলে তা চট করে যেতে চায় না৷ হাতে একটু টুথপেস্ট নিন, সঙ্গে চিপে দিন কয়েক ফোঁটা লেবুর রস৷ ভালো করে রগড়ে নিয়ে এক মিনিট পর ধুয়ে ফেলুন৷ দেখবেন, যাবতীয় দুর্গন্ধ নিমেষে দূর হয়েছে, সেই সঙ্গে মুছে গিয়েছে নেলপলিশের টুকরো টাকরা দাগও৷ আপনার নখ হয়ে উঠেছে ঝকঝকে৷

ব্রণ-এর সমস্যায়:

ব্রণর সমস্যাতেও টুথপেস্ট দারুন কার্যকরী। বিশেষ করে ব্যথাযুক্ত ব্রণর ক্ষেত্রে। রাতে ঘুমানোর আগে ব্রণর উপর টুথপেস্টের প্রলেপ লাগিয়ে ঘুমাতে যান। সকালে উঠে দেখবেন ব্রণর ফোলা ভাব অনেক কমে গিয়েছে আর ব্যথাও অনেক কম।

Related posts

চাঞ্চল্যকর! নিজ নিজ প্রেমিকের সাথে পালাতে বাড়ির সবাইকে বিষ খাওয়ালো মা ও মেয়ে

News Desk

সূর্যের তাপেই কি লুকিয়ে আছে করোনা নিস্ক্রমনের উপায়। উঠে এলো চাঞ্চল্যকর তথ্য।

News Desk

বিবাহিত হয়েও স্বমেহনে অভ্যস্ত? এটা কি কোনো অসুস্থতার লক্ষণ? কি বলছে বিশেষজ্ঞরা

News Desk