Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

উদ্ভট শখের বশবর্তী হয়ে গায়কের ‘কপালে’ ১৭৫ কোটির হিরে! ভক্তরাই খামচে তুলে নিল

কথায় বলে, ‘ শখের দাম লাখ টাকা ’। এখানে ‘লাখ’ টাকা সরিয়ে সেই জায়গায় অনায়াসেই কোটি টাকার হিরে লেখাই যেতে পারে, যদি মার্কিন র‍্যাপ গায়ক (Rapper) লিল উজি ভার্টের (Lil Uzi Vert) উদ্ভট শখের কথা মাথায় রাখা যায়। জনপ্রিয় সেই সঙ্গীত শিল্পী নিজের বহুদিনের আজব দর্শন এক শখ পূরণ করার বশবর্তী হয়ে কপালে ত্রিনয়নের মত এক হিরে (Diamond) বসিয়েছিলেন। কিন্তু তার কোটি কোটি টাকা ব্যয়ে বসানো সেই হীরে তাঁর কপাল কেটে তুলে আনল কিনা তাঁরই অনুগামীরা! তবে শেষ পর্যন্ত যা জানা গিয়েছে তাতে দেখা যাচ্ছে শেষ অবধি তার সখের বস্তুটি খোয়া যায়নি পুরোপুরি।

এর আগে যখন ২০১৭ সালে ১৭৫ কোটি টাকা ব্যয় করে লিল ওই গোলাপী হিরে কপালে বসিয়েছিলেন, তখনও তিনি খবরের শিরোনামে এসেছিলেন। সেই সময় ওই ভীষণ সুন্দর হিরেটিকে দেখে দ্রুত সেটি কেনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন লিল। সেই সময় ডিজাইনার ইলিয়ট এলিয়েন্টের কাছ থেকে ১৭৫ কোটি টাকার বিনিময়ে এই হিরেটি ক্রয় করেন তিনি। হিরেটির বিমাও করেছিলেন। জানুয়ারিতে তিনি এই গোলাপী হিরে কেনার বিষয়ে টুইট করে নিজেই জানিয়েছিলেন।

আর এবার ফের তিনি খবরে এলেন হিরে খুইয়ে। ঠিক কী হয়েছিল? সম্প্রতি মায়ামিতে একটি শো করতে গিয়েছিলেন জনপ্রিয় ওই শিল্পী। অনুষ্ঠানে পারফর্ম করতে করতেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি মঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়েন তাঁর অনুরাগীদের মধ্যে। এরপরই ভক্তরা তাঁর কপাল থেকে খুলে নেন হিরেটি। রক্তাক্ত শিল্পীর ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

মানুষের কত রকমের শখই থাকে। লিলের খুব প্রিয় ওই হিরেটি। ২০১৭ সালে তিনি প্রথম সেটি দেখতে পান। আর তারপর ‘দ্য ওয়ে লাইফ গোজ’-এর মতো গানে ভক্তদের মাতিয়ে রাখা লিল গত ফেব্রুয়ারিতে সেটি নিজের কপালে বসিয়ে নিয়েছিলেন। জানিয়েছিলেন, জীবনে প্রথমবার প্রাকৃতিক গোলাপি হিরে দেখে আর নিজেকে সামলাতে পারেননি। কিনে ফেলেছিলেন সেটি। প্রিয় হিরের জন্য বিমাও করিয়ে রেখেছিলেন।

তবে শেষ ভাল যার সব ভাল তার। ‘কাহানি মে টুইস্ট’ হল তিনি কিন্তু ফিরে পেয়েছেন খোওয়া যাওয়া হিরেটি। এক সংবাদমাধ্যমের কাছে লিল জানিয়েছেন, ”হিরেটা আমার সঙ্গেই আছে। আর সৌভাগ্যক্রমে আমি খুব বেশি চোটও পাইনি।” তবে কীভাবে তিনি সেটি ফিরে পেলেন তা খুলে বলেননি জনপ্রিয় শিল্পী।

Related posts

পৃথিবীতে এই সমস্ত স্থানে আজও কঠোর ভাবে প্রবেশ নিষেধ নারীদের!

News Desk

ভেন্টিলেশনে করোনা রোগী, ভুল করে ওষুধ ভেবে দেওয়া হল ভায়াগ্রা; তারপরই চমৎকার!

News Desk

অলিম্পিকে ইতিহাস ভারতীয় পুরুষ হকি টিমের, ৪১ বছর হকিতে ব্রোঞ্জ পদক নিতে পোডিয়ামে উঠবে ভারত

News Desk