প্রকৃতি যেমন সুন্দর তেমনই যেন ভয়ঙ্কর। তাই প্রকৃতিকে উপভোগ করতে হবে নিজের সীমায় থেকেই। অতিরিক্ত স্পর্ধা মাঝেমধ্যে ডেকে আনে ভয়ঙ্কর বিপদ। সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখলে মানুষজন আতঙ্কিত হতে বাধ্য। নিজের খেয়ালে প্রকৃতির মুহূর্তের মধ্যে সবকিছু তোলপাড় করে দিতে পারে সে কথা যেন আরো একবার প্রমাণিত হলো এই ভিডিওটি তে। যেখানে মানুষের জন্য সমুদ্রে বেড়াতে যাওয়ার আনন্দ মুহূর্তের মধ্যে শোকে পরিণত হলো
কিছু মানুষের সমুদ্র সৈকতে সময় উপভোগ করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ঢেউয়ের সামনে সেলফি তুলছিলেন তারা। এ সময় একটি বড় ঢেউ এসে তাদের ৮ জনকে ভাসিয়ে নিয়ে যায়।
জানা গিয়েছে যে নিরাপত্তা বেষ্টনী দেওয়া আছে সেটা ভেঙ্গে কিছু মানুষ সমুদ্র সৈকতে এক্কেবারে সামনে চলে যায় এবং কোনো কিছুর তোয়াক্কা না করে সেলফি তুলতে থাকে। তারা সকলে মিলে আনন্দ করছিল এরই মধ্যে একটি বড় ঢেউ এসে একই পরিবারের ৮ জনকে ভাসিয়ে নিয়ে যায়। এর পরই হৈচৈ পড়ে যায়। এই সময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হচ্ছে। এদের মধ্যে কয়েকজনকে সাগরের ঢেউয়ে ডুবে যেতেও দেখা যায়।
জানা গিয়েছে এই মর্মান্তিক ঘটনাটি ওমানের। কিছু লোক নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে এখানকার আল মুগাসাইল সমুদ্র সৈকতে এসে বিপদজনক সীমার মধ্যে চলে আসে। এ সময় একটি বিশাল বড় ঢেউ এসে কয়েকজনকে সঙ্গে নিয়ে যেতে থাকে। ভিডিওতে সেখানে উপস্থিত লোকজনকেও কয়েকজনকে বাঁচাতে দেখা যায়। বারবার সতর্ক থাকতে অনুরোধ করা হলেও লোকজনের এই জাতীয় কাজ কখনো কখনো বিপদের কারণ হয়ে দাঁড়ায়।