Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

জানেন পুরুষরা গুগলে কোন ৫ জিনিস সর্বাধিক সার্চ করেন। জেনে নিন

বর্তমানে অনলাইনে কোনও কিছু খুঁজে পেতে হলে আমরা সবার আগে যে কাজ তা করে থাকি তা হলো গুগল সার্চ এ। এই গুগল সার্চ ইঞ্জিনে বিলিয়নেরও বেশি ওয়েব পাতার সূচি রাখে যাতে যে তথ্য খুঁজছে তা পায় ব্যবহারকারীরা।

আজকের দিনে দাঁড়িয়ে কোনও তথ্য পাওয়া বা এতোই সহজলোভ্য সমাজ মাধ্যম থেকে শুরু করে ওয়েব সার্চ সব জায়গাতে মানুষ নিজের সুবিধা ঠিক খুঁজে নিয়েছে, আর এই সব কিছুতেই একটা নাম উল্লেখযোগ্য আর তা হলো গুগল.

5 most searched topic in Google by male

তথ্যপ্রযুক্তির উৎকর্ষের এই সময়ে অনেকের কৌতুহলের বিষয়ের সমাধানের অন্যতম মাধ্যম গুগল

সম্প্রতি এক সমীক্ষা আরও বলছে গুগলের অন্ধভক্তের সংখ্যা নেহাত কম নয়। তা সে স্বাস্থ্য বিষয়ে কোনও জিজ্ঞাসা হোক বা ঘর সাজানো। প্রতিটা সমস্যা সমাধানের জন্য গুগলের সাহায্য নিয়ে থাকেন অনেকেই দিন-প্রতিদিন। সেইএকটি গবেষেণায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গুগলে সবচেয়ে বেশি কি সার্চ করেন দেখে নিন পুরুষরা।

৬৮ হাজার ৬০০ জন লোক শীঘ্রপতন আদৌ পুরুষত্বহীনতার লক্ষণ কি না গুগলে অনুসন্ধান করেছিলেন।

৬৮ হাজার ৪০০ জন লোক গুগলে অনুসন্ধান করেছিলেন শেভ করলে গালের দাড়ির বৃদ্ধি আরও বাড়ে কি না।

৬১,২০০ পুরুষ সার্চ করেছেন স্তন ক্যানসার আদৌ পুরুষদের কি হয়?

টুপি পরলে বা চুলে ঝুঁটি বাধলে বা বেনী করলে চুল বেশি ঝরে কি না, তা সার্চ করেছেন ৫২, ১০০ জন।

৫১ হাজার পুরুষ সার্চ করেছেন ব্যায়ামের পর কী পরিমাণে এবং খাওয়া উচিত কী কী প্রোটিন।

যদিও এই সার্চ করা জিনিসের বেশিরভাগটাই মিথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসা বিষয়ক গবেষকরা বলছেন, গুগল থেকে পাওয়া তথ্য অন্ধভাবে অনুসরণ করে প্রতি বছর সমস্যায় পড়েন ১ মিলিয়নের বেশি মানুষ।

Related posts

মজুত করে রাখা আটা-ময়দা,বেসন, সুজিতে পোকা ধরে যাচ্ছে? জেনে নিন কিভাবে মুক্তি পাবেন

News Desk

“স্বামী যেন ছেড়ে দেয়, ও তাহলে আমাকে বিয়ে করবে” – রিজেন্ট পার্কের হত্যাকারীর স্ত্রীর চাঞ্চল্যকর বয়ান

News Desk

নারায়ণ রূপে পূজিত হন শালগ্রাম শিলা। জানেন কোথায় থেকে আসে এই শিলা?

News Desk