Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

আগামীকাল বছরের প্রথম সূর্যগ্রহণ , সূর্যাস্তের ঠিক আগে ভারতের এই জায়গাগুলি থেকে দেখা যাবে

১০ই জুন , বৃহস্পতিবার এই বছরের প্রথম সূর্যগ্রহণ। এবারের গ্রহণ আংশিক সূর্যগ্রহণ হলেও সূর্যের চারদিকে দেখা যাবে অগ্নি বলয় , তাই বলয়গ্রাস সূর্যগ্রহণের মত মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে বিশ্ব।

ভারতীয় সময় দুপুর ১টা ৪২ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে। এবং গ্রহণ শেষ হবে ভারতীয় সময় ৬টা ৪১ মিনিটে।

10June solar eclipse visible from which part of India

মার্কিন স্পেস গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আগামীকালের এই মহাজাগতিক বলয়গ্রাস সূর্যগ্রহণ কানাডা, গ্রিনল্যান্ড ও রাশিয়া থেকে দৃশ্যমান। সূর্য গ্রহণের সময় গ্রহণ কক্ষপথ কানাডার উত্তর অন্টারিও এবং সুপিরিয়র হ্রদের উত্তর দিক দিয়ে পার করবে। তারা জানিয়েছে কানাডায় এই গ্রহণ তিন মিনিট ধরে স্থায়ী হবে।

গ্রহণের মাহেন্দ্রক্ষণে দেখা যাবে রিং অফ ফায়ার (RING OF FIRE) এর মতন বিরল মহাজাগতিক দৃশ্য। এটি দেখা যাবে গ্রিনল্যান্ড থেকে। এছাড়া সাইবেরিয়া এবং উত্তর মেরু অঞ্চল থেকেও দৃশ্যমান রিং অফ ফায়ার।

ভারতে কি এই গ্রহণ দেখা যাবে?

বিড়লা তারামণ্ডলের ডিরেক্টর জ্যোতিপ্রসাদ দুয়ারী জানিয়েছেন, ভারতবর্ষে সূর্যাস্তের আগ দিয়ে অরুণাচল প্রদেশ এবং লাদাখের কিছু জায়গায় মাত্র কয়েক মিনিটের জন্য এই গ্রহণ দৃশ্যমান হবে। অরুণাচলের দিবাং অভয়ারণ্য থেকে আগামীকালের সূর্য গ্রহণের সামান্য একটা অংশ দেখতে পাওয়া যাবে বিকেল ৫.৫২ টা নাগাদ। লাদাখে এই সূর্যগ্রহণের একদম শেষ ৬.১৫ টায় কয়েক মিনিটের জন্য দেখা যাবে।

দেশের বেশিরভাগ অংশ থেকে এই মহাজাগতিক দৃশ্য দেখা না গেলেও তাই নিয়ে মন খারাপ করবেন না। অনলাইনে এই গ্রহণের দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন আপনি। ১০ই জুন এই বিরল সূর্য গ্রহণ উপলক্ষে লাইভ স্ট্রিম লিঙ্ক আপলোড করবে timeanddate.com নামক একটি ওয়েবসাইট। এর মাধ্যমে সাক্ষী থাকতে পারবেন এই মহাজাগতিক দৃশ্য- এর।

Related posts

২ বার মস্তিষ্কের অস্ত্রোপচার, টানা ২৩ দিন ভেন্টিলেশনে, ১৪ মাস হাসপাতালে কাটিয়েও পরীক্ষায় ৯৯% নম্বর

News Desk

অজান্তেই আপনার রক্তে মিশছে ‘প্লাস্টিকের গুঁড়ো’! কীভাবে খোঁজ পেয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরা

News Desk

পাক সীমান্তে ধৃত ‘গুপ্তচর’। তথ্য পাচারের গুরুতর অভিযোগ

News Desk