আশঙ্কা বাড়াচ্ছে ওমিক্রণ। বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি করে অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন। এখনও পর্যন্ত পৃথিবীর ৯১টিরও বেশি দেশে সনাক্ত হয়েছে করোনাভাইরাসের এই নতুন স্ট্রেন। ভারতেও দ্রুত হারে সংক্রমণ ছড়াচ্ছ ওমিক্রণ। করোনভাইরাসটির ওমিক্রন রূপটি ইতিমধ্যেই ভারতের ১১ টি রাজ্যে বিস্তার করেছে। সনাক্ত হয়েছে ১০১ টি ওমিক্রণ কেস। ভারতের স্বাস্থ্য মন্ত্রক শুক্রবার জানিয়েছে, দেশের ১৯ টি জেলা কোভিড-১৯ কেস বৃদ্ধির ক্ষেত্রে উচ্চ ঝুঁকিতে রয়েছে , পরিস্থিতিও উদ্বেগজনক। খুব দ্রুততার সাথেই ভারতে বাড়চ্ছে নতুন কোভিড ভ্যারিয়েন্ট ওমিক্রণ-এর সঙ্কট।
ওমিক্রণ নিয়ে স্বাস্থ্য মন্ত্রক এক ভীষণ ভবিষ্যৎবাণী করেছে। আশঙ্কা করা হচ্ছে ব্রিটেনে যেভাবে নতুন প্রজাতির কারণে আবারও করোনা ভাইরাস ছড়াচ্ছে (যেখানে ইতিমধ্যেই ১১০০০ ওমিক্রন কেস শনাক্ত হয়েছে), সেই ধারা অনুসরণ করে এমন আশঙ্কা করা হচ্ছে ভারত প্রতিদিন ১৪ লক্ষেরও বেশি কেস দেখতে পারে।
এই কারণেই আবার দেশের করোনা সংক্রমণ ঘিরে আশঙ্কার কালো ছায়া ঘনাচ্ছে। ২০২০ সালের সময়ে করোনা মহামারির শুরুর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভ্রমণে রাশ টানার কথা চিন্তাভাবনা করছে কেন্দ্র। সাথে সাথে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারির ভাবনা।
করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মুখোমুখি হয়ে, স্বাস্থ্য মন্ত্রক মাস্কের ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখা সহ কোভিড-উপযুক্ত আচরণ বিধি মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। মন্ত্রক জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে এবং ভিড় এবং জমায়েত থেকে দূরে থাকার জন্য অনুরোধ জানিয়েছে।
কয়েক দিন আগেই বিশ্ববাসীকে করোনার নতুন স্ট্রেন ওমিক্রণ নিয়ে সতর্ক করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানোম ঘেব্রেইসাস। এবার কিছুটা একই কথা শোনা গেল ভারতের স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়ালের বক্তব্যেও। ভারতে দ্রুত ছড়াচ্ছে এই omicron। ভারতে এখন মোট করোনা কেসের ২.৪ শতাংশ এখন এই নতুন প্রজাতি। সংক্রমণ দ্রুত ছড়ানো ঠেকাতে তাই একাধিক নির্দেশিকা জারি করতে চলেছে কেন্দ্র।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আগেই সতর্ক করে বলেছিলেন, ‘অন্যান্য করোনা স্ট্রেনের তুলনায় যেহেতু এই প্রজাতি ওমিক্রনে উপসর্গ অনেক কম। তাই অবহেলা করছেন অনেকেই। কিন্তু, এই প্রজাতি অনেক গুণ বেশি সংক্রামক। সেক্ষেত্রে একসঙ্গে প্রচুর মানুষ আক্রান্ত হলে স্বাস্থ্য পরিষেবা ধাক্কা খেতে পারে।’ তাই সতর্ক হওয়া প্রয়োজন।