Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মাত্র ১০০০ টাকা ইনভেস্ট করে পাবেন প্রতিমাসে মোটা টাকা আয়ের সুযোগ, কীভাবে?

কম বিনিয়োগে দ্বিগুন লাভ সকলেই চায়। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতির মন্দার বাজারে এখন তা কোনওভাবেই সম্ভব নয়। তেমনই বর্তমান বাজারের যা অবস্থা তাতে শুধুমাত্র চাকরির উপর নির্ভর করে সঞ্চয় করা কখনওই সম্ভব হয় না। ব্যাঙ্কে টাকা রাখলেও ঠিকমতো সুদ মিলছে না। এই দোটানা থেকে মুক্তি দিতে পারে ভারতীয় পোস্ট অফিসের দুর্দান্ত এই স্কিম। এই স্কিমে ইনভেস্ট করলেই প্রতি মাসে পাওয়া যাবে মোটা টাকা আয়ের দারুণ সুবিধা, পড়ে নিন মোটা টাকা রিটার্নের জন্য কীভাবে কোথায় বিনিয়োগ করতে হবে ।

পোস্ট অফিসের এই স্কিমে টাকা বিনিয়োগ করলে আপনার টাকা যেমন সুরক্ষিত থাকবে ঠিক তেমনই সুযোগ সুবিধাও অনেকগুলি।

মধ্যবিত্ত সঞ্চয় করতে পারেন এমন পোস্ট অফিসের বেশ অনেকগুলি স্কিম রয়েছে, যেগুলিতে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে ইনভেস্ট করলে স্বামী-স্ত্রী উভয়েই পেতে পারে দ্বিগুণ লাভের সুবিধা ৷

এই লাভজনক স্কিমের নাম হলো মান্থলি ইনকাম স্কিম ৷ এই স্কিমই আপনাকে এনে দেবে প্রতি মাসে মোটা টাকা আয়ের সুযোগ৷

পোস্ট অফিসের এই মান্থলি ইনকাম স্কিমে  আপনি সিঙ্গল অথবা জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ৷ তবে সিঙ্গল অ্যাকাউন্টের ক্ষেত্রে কিছু সীমা বেধে দেওয়া হয়েছে যেমন সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডার ন্যূনতম এক হাজার টাকা আর সর্বোচ্চ সাড়ে চার লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন ৷

এই স্কিমের ফলে আপনার বিনিয়োগ করা টাকাও যেমন সুরক্ষিত থাকবে তেমনি চাকরি বা ব্যাবসা থেকে আয়ের বাইরেও আপনি প্রতি মাসে মোট টাকা রিটার্নও পেতে পারবেন ৷ প্রাথমিক আপনি ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন তারপরে আপনি চাইলে ইনভেস্টমেন্ট-এর সময়সীমা আরও ৫ বছর বাড়াতেও পারবেন ৷

পোষ্ট অফিসের এই মান্থলি ইনকাম স্কিমের সবচেয়ে বড় সুবিধা হল সিঙ্গেল, জয়েন্ট বা তিনজন মিলেও এই অ্যাকাউন্ট একসঙ্গে খুলতে পারবেন৷ এমনকি সিঙ্গল অ্যাকাউন্ট থেকে জয়েন্ট অ্যাকাউন্ট, আবার জয়েন্ট অ্যাকাউন্টকে সিঙ্গেল অ্যাকাউন্ট যে কোনও সময় ট্রান্সফার করাতে পারবেন৷ খুব সহজেই সমস্ত মেম্বারদের জয়েন্ট আবেদনপত্র জমা দিলেই তা হয়ে যাবে ৷

Related posts

একে একে চার ভাই নেমেছিল কুন্ডে, উঠে এলো না কেউই! সন্ধানে দেখা গেল মর্মান্তিক দৃশ্য

News Desk

ভ্যাকসিন মজুত নেই তাও বিরক্তিকর ‘টিকা লাগাও’ রিংটোন”: কটাক্ষ আদালতের

News Desk

দিঘার সৈকতে ভেসে এল মৃত হাজার হাজার মাছের মতন দেখতে প্রাণী , কোথা থেকে এলো? উত্তেজনা এলাকায়

News Desk