Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

একজন ব্যক্তির যৌন ক্ষমতা কতদূর! জানিয়ে দেবে রক্তের গ্রুপ

কোনও ব্যক্তির যৌন ক্ষমতা কেমন হবে তা বেশিরভাগ ক্ষেত্রেই নির্ভর করে তার রক্তের গ্রূপের উপর। এছাড়াও রক্তের গ্রূপের উপর নির্ভর করে কার যৌন ক্ষমতা কতটা তা পরিমাপ করা যায়! এরকমই দাবী করা হয়েছে সম্প্রতি বেশ কয়েকটি রিপোর্টে।

ডঃ ডেভিড গোল্ডমায়ার লন্ডনের ইম্পেরিয়াল কলেজের যৌন ওষুধ বিশেষজ্ঞর (sexual medicine expert) মতে, যাঁদের রক্তের গ্রুপ A, B বা AB তাঁদের নিজেদের যৌনজীবন সম্পর্কে আরও সচেতন হওয়া উচিত।

ডঃ ডেভিড গোল্ডমায়ারের মতে, যাঁদের এই সব রক্তের গ্রুপ, তাঁদের নিয়মিত শরীরচর্চা এবং নিয়ন্ত্রিত ডায়েটের প্রয়োজন শারীরিক সক্ষমতা ধরে রাখতে বা আরও বাড়াতে।

অনেক সময়ই দেখা গিয়েছে, বহু মানুষের ক্ষেত্রেই যৌনতায় অনিচ্ছা চলে আসে বয়স একটু বেড়ে গেলেই। অনেক সময় থাইরয়েড বা ডায়াবেটিসের কারণেও তা হতে পারে। তবে একাধিক ব্রিটিশ গবেষণা অনুযায়ী, এর জন্য কোনও ব্যক্তির ‘ব্লাড গ্রুপ’ অনেকাংশেই দায়ী।

গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী, A, B বা AB যাঁদের রক্তের গ্রুপ তাঁদের মধ্যে অন্যান্যদের তুলনায় যৌন অক্ষমতা বা যৌনতায় অনিচ্ছার বিষয়টি অনেকটাই বেশি।

এই সিদ্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা প্রায় ১০ হাজার মানুষের রক্ত পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করার পর। গবেষণার রিপোর্টে দাবি করা হয়েছে, রক্তের গ্রুপ O যাঁদের, তাঁদের মধ্যে এ ধরণের সমস্যা অনেক কম।

ওই রিপোর্ট অনুযায়ী, খুব অল্প বয়সেই যৌনতায় অনিচ্ছা বা অক্ষমতা চলে আসে A, B, AB রক্ত গ্রুপের মানুষের মধ্যে। অন্যদিকে যাঁদের O গ্রুপের রক্তের, তাঁদের মধ্যে যৌন ইচ্ছা বা যৌন ক্ষমতা অনেকাংশেই বেশি থাকে।

ইতালির ইউরোলজি এবং অ্যান্ড্রোলজির আর্কাইভ থেকে পাওয়া তথ্যেও প্রমাণ মিলেছে যে, রক্ত গ্রুপের প্রভাবও অনেকখানি শারীরিক সক্ষমতা অকালে হ্রাস পাওয়া এবং যৌনতায় অনিচ্ছার জন্য।

এ প্রসঙ্গে অবশ্য তুরস্কের অর্ডু বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, যৌন অক্ষমতার জন্য অধিকাংশ ক্ষেত্রেই অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত মদ্যপান বা ধূমপানের অভ্যাস, মাত্রাতিরিক্ত ওজন এবং উচ্চ রক্তচাপের সমস্যা দায়ী।

Related posts

সৎ মাকে ভালো লাগে না চার বছরের শিশুর! রাগে শিশুকন্যাকে কুয়োয় ফেলে দিল সৎ মা!

News Desk

চলন্ত ট্রেনের পাদানিতে দাঁড়িয়ে সফর, আচমকাই ফসকালো হাত… তারপর..

News Desk

“স্বামী যেন ছেড়ে দেয়, ও তাহলে আমাকে বিয়ে করবে” – রিজেন্ট পার্কের হত্যাকারীর স্ত্রীর চাঞ্চল্যকর বয়ান

News Desk