Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আপনার কি জনধন যোজনার অধীনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে? পেতে পারেন ১.৩ লাখ পর্যন্ত টাকা

সুখবর! আপনিও যদি জনধন স্কিমের আন্ডারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে পেতে পারেন প্রায় ১.৩ লক্ষ টাকা। জেনে নিন কীভাবে।

প্রথমত এই সুবিধার অধীনে আসতে হলে আপনাকে আজই এই যোজনায় রেজিস্ট্রেশন করতে হবে ৷ প্রধানমন্ত্রী জনধন যোজনায় গ্রাহকদের কেন্দ্রীয় সরকার তরফে একাধিক আর্থিক সহায়তা নানা সময়ে দেওয়া হয়ে থাকে। সেই অনুযায়ী আপনিও ১.৩০ লক্ষ টাকার আর্থিক সুবিধা কী ভাবে পাবেন জেনে নিন।

প্রধানমন্ত্রী জনধন যোজনায় (Pradhan Mantri Jan Dhan Yojana- PMJDY) ১.৩০ লক্ষ টাকার যে আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে দুর্ঘটনা বিমাও ৷ এই যোজনার অধীনে অ্যাকাউন্ট হোল্ডারকে ১ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা এবং সাথে সাথে ৩০ হাজার টাকার সাধারন ইনস্যুরেন্স প্রদান করা হয়ে থাকে ৷ প্রধানমন্ত্রী জনধন যোজনায় গ্রাহকরা কোনো আকস্মিক দুর্ঘটনায় পড়লে দেওয়া হবে ৩০ হাজার টাকা৷ আর দুর্ঘটনার কারণে গ্রাহকদের মৃত্যু হলে দেওয়া হবে ১ লক্ষ টাকার আর্থিক সুরক্ষা ৷ অর্থাৎ এই স্কিমের অ্যাকাউন্ট হোল্ডাররা মোট ১.৩০ লক্ষ টাকার আর্থিক সুবিধা লাভ করতে পারে।

you can get 1.30 lakh rupees under pm jan dhan yojana

প্রধানমন্ত্রীর এই যোজনায় ভারতের যে কোনও নাগরিক এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন।
যদি কোনো ব্যাক্তি এই যোজনায় অ্যাকাউন্ট ওপেন করে সে নিন্মলিখিত সুবিধাগুলি লাভ করবে।

জনধন স্কিমের আন্ডারে জমা টাকায় পাওয়া যাবে সুদ

জনধন স্কিমের আন্ডারে অ্যাকাউন্টে কোনো নূন্যতম টাকা রাখা বাধ্যতামূলক নয়

১০ হাজার টাকার ওভারড্রাফ্ট পাওয়া যাবে

১৮ বছর থেকে ৬৫ বছরের মধ্যে যে কোনও ব্যক্তি এই সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন

PMJDY এর যে অ্যাকাউন্ট হোল্ডারদের কাছে যদি রুপে কার্ড থাকে তারা ২ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা পাবেন

Related posts

ঘন ঘন কফির আবদারে সংসারে অশান্তি। স্বামীর ‘ওয়ার্ক ফ্রম হোম’ বন্ধ করার অনুরোধ জানিয়ে বসকে চিঠি স্ত্রীর

News Desk

বৃদ্ধের সাথে ঘনিষ্ঠ মধ্যবয়স্কা মা! ব্যক্তিগত মুহূর্তের ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল মেয়ের

News Desk

১০০র বেশি মহিলা আক্রান্ত হয়েছে নির্বাচন পরবর্তী হিংসায়! অত্যন্ত গোপনীয়তার সাথে বয়ান নিচ্ছে মহিলা কমিশন

News Desk