Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

সতীনকে নিয়ে সংসারে নেই কোনো আপত্তি, খোলাখুলিই জানালেন যশের নতুন স্ত্রী

ছেলে জন্মের পরেও যেন যশ-নুসরত (Yash Dashgupta-Nusrat Jahan) বিতর্ক যেন থেমেও থামছে না। এতদিন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র উৎসাহ ছিল নুসরতের ছেলের বাবার পরিচয় জানার জন্য, সেই জল্পনায় দাড়ি পড়েছে যখন জন্মের শংসাপত্র -এ তারা নিজে থেকেই জানিয়ে দিয়েছেন যে সদ্যোজাত ঈশানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। তারপর থেকেই শুরু হল নতুন করে গসিপ। মা হওয়ার পর কি তাহলে কি সঙ্গী যশকে বিয়ে করতে চলেছেন নুসরত? সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন জোরদার হয় যখন বিশ্বকর্মা পুজোয় হঠাৎই দেখা যায় নুসরতের সিঁথিতে সিঁদুর। ব্যস, আবারও জোর আলোচনা শুরু হয়ে গেছে তাহলে কি লোকচক্ষুর আড়ালেই যশকে বিয়ে করে ফেললেন নুসরত!

https://www.instagram.com/reel/CT9EaF_lrRa/?utm_medium=copy_link

তবে এই সব নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় ওঠার আগেই যশ নুসরতের এই কাহিনীতে প্রবেশ হল চর্চিত ইউটিউবার আর ফেসবুকে পরিচিত মুখ স্যান্ডি সাহার (Sandy Saha)। আর শুধুই কি কাহিনীতে নাম জড়ালেন, নিজের ভিডিওতে যশকে কাছে পেয়ে, যশের হাতে নিজের মাথায় সিঁদুর পরলেন স্যান্ডি সাহা! স্যান্ডি সাহার যথেষ্ট পরিচিতি রয়েছে সোশ্যাল মিডিয়া থেকে টলিউড সর্বত্র। নানা সেলেব তার ভিডিওতে মুখ দেখায়। তার জনপ্রিয়তায় বিন্দু মাত্র ঘাটতি নেই। সেই সঙ্গে বিখ্যাত ইউটিউবার স্যান্ডি সাহাকে বহু বারই দেখা গিয়েছে যশ দাশগুপ্তর সঙ্গে, কখনও একেবারে তার কোলে উঠে, কখনও গালে চুমু একে দিয়েছেন স্যান্ডি। তবে সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে যশকে কেবল ভালোবাসার প্রকাশ করেই ক্ষান্ত হননি বরং স্যান্ডি উপস্থিত হাতে সিঁদুর নিয়ে, আর সেই সিঁদুর স্যান্ডির মাথায় পরিয়ে দিলেন যশ। কারণ স্যান্ডি বারংবার তাঁকে অনুরোধ করতে থাকে। বর্তমানে এই হাসি মজার ভিডিও-তেই মজেছে সোশ্যাল মিডিয়া। ঝড়ের বেগে ভাইরাল যশ-স্যান্ডির বিয়ের ভিডিও।

এই সিঁদুর পড়ানোর পর স্যান্ডি সাহা সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি পোস্ট করলেন যশ ও নুসরতকে এক সঙ্গে নিয়ে একটি ছবি। যেখানে স্যান্ডি সাহা দাড়িয়ে রয়েছেন দেখা গেল যশ ও নুসরতের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে থাকতে। এই ছবি পোস্ট করে স্যান্ডি ক্যাপশনে লিখলেন, দুই সতীনের সংসার! শুধু তাই নয়। ফেসবুকের কমেন্ট বক্স ঘিরে নেট নাগরিকদের নানান জিজ্ঞাসার জবাব দিতে গিয়ে স্যান্ডি লিখলেন, ‘তাঁকে পেতে গেলে যদি সতীন নিয়েও সংসার করতে হয় তাতেও তিনি রাজি!’

Related posts

অবশেষে মাদক কাণ্ডে জামিন পেল আরিয়ান খান, শাহরুখ পুত্রের মুক্তির আনন্দে ভাসল বলিউড

News Desk

‘কাজ না পেলে এ বার হাত পাততে হবে,’ আতিমারি পরিস্থিতিতে ভেঙ্গে পড়লেন এই জনপ্রিয় অভিনেতা

News Desk

নির্যাতনের শিকার! জেঠতুতো দাদার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সাহায্য প্রার্থী অভিনেত্রী

News Desk