Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বিশ্বের প্রথম টেক্সট মেসেজ নিলামে তুলছে ভোডাফোন! সম্ভাব্য দাম শুনলে চমকে উঠবেন

আজকের যুগ প্রযুক্তির যুগ। কারো নম্বর থেকে অন্য কারো নম্বরে টেক্সট মেসেজ পাঠানো এখন ভীষণ সহজ। টেক্সট মেসেজের যুগ পেরিয়ে দুনিয়া এখন মেসেজিং অ্যাপ নির্ভর। মানুষ টেক্সট মেসেজ এখন তুলনামূলক কম ব্যবহার করে। কিন্তু কোনো ইন্টারনেট ছাড়াই ব্যস্ততার সময় এখনো মানুষ চট করে একটা টেক্সট মেসেজ করে দেয় অন্য কাউকে। কিন্তু এই টেক্সট ম্যাসেজ পাঠানোর টেকনোলজি আবিষ্কারের পথটা সোজা ছিল না। দীর্ঘ ইতিহাস জুড়ে আছে এর সাথে। আজকে এই প্রতিবেদনে আমরা বলব পৃথিবীর প্রথম টেক্সট মেসেজ এর বিষয় যেটি পাঠানো হয়েছিল 30 বছর আগে। 30 বছর আগের সেই 14 অক্ষরের টেক্সট মেসেজ এর বার্তা উঠছে নিলামে। জানেন এই মেসেজ কে কাকে পাঠিয়েছিল?

কে কাকে পাঠিয়েছিলেন?

১৯৯২ সালের ৩ ডিসেম্বর পৃথিবীতে প্রথম টেক্সট মেসেজ পাঠানো হয়েছিল। ২২ বছর বয়সী ব্রিটিশ প্রোগ্রামার নীল প্যাপওয়ার্থ তার সহকর্মী রিচার্ড জার্ভিসকে একটি কম্পিউটার থেকে এই এসএমএস বা টেক্সট মেসেজটি পাঠিয়েছিল।

নীল প্যাপওয়ার্থ টেলিকম সংস্থা ভোডাফোনের হয়ে টেক্সট মেসেজ পাঠানোর যে প্রযুক্তি আবিষ্কার করার প্রক্রিয়া চলছিল তার একজন ডেভেলপার ও টেস্ট ইঞ্জিনিয়ার ছিলেন। টেস্টের অংশ হিসাবে নিউবারি, বার্কশায়ারে তাঁদের বেস থেকে একটি কম্পিউটারে ‘মেরি ক্রিসমাস'(Merry Christmas) এই কথাটি টাইপ করেছিলেন নীল প্যাপওয়ার্থ।

রিচার্ড জার্ভিস, তখন ভোডাফোন কোম্পানির পরিচালনা মন্ডলের একজন সদস্য ছিলেন। তাঁর Orbitel 901 হ্যান্ডসেটে নীল প্যাপওয়ার্থ এর পাঠানো টেক্সট মেসেজ সফল ভাবে পেয়েছিলেন তিনি। আর তারপরেই টেলিকমিউনিকেশন এর জন্য এক নতুন যুগের সূচনা হয়েছিল।

২০১৭ সালে এক সাক্ষাত্কারে প্রথমবার বিশ্বে টেক্সট মেসেজ প্রেরক, নীল প্যাপওয়ার্থ বলেছিলেন, ‘সেই ১৯৯২ সালে আমার কোনো ধারণা ছিল না যে টেক্সটিং মানুষের কাছে কতটা জনপ্রিয় হয়ে উঠবে। সময়ের সাথে এটি পৃথিবীর কোটি কোটি মানুষ ব্যাবহার করবে, তা ভাবতেও পারিনি।’

এই বার্তাটি আগামী 21 ডিসেম্বর নিলাম হতে চলেছে ইউরোপের ফ্রান্সের অকশন হাউজ Aguttes এ। ঐদিন এটি নিলাম করা হবে ফ্রান্সের Aguttes নামক এক নিলাম হাউস দ্বারা। জানলে অবাক হবেন ওই বার্তাটিতে ব্যবহার করা হয়েছে মাত্র ১৪টি অক্ষর। জানেন কি ছিল সেইটা ১৪ অক্ষরের পৃথিবীর প্রথম টেক্সট মেসেজ টি? সেখানে লেখা ছিল “মেরি ক্রিসমাস “। এখন এই মেসেজটি কিনতে গেলে আপনি ক্রিপ্টকারেন্সি দিয়েও কিনতে পারেন। খবর সূত্রে জানা গিয়েছে , এই বার্তাটি নিলামে উঠবে অন্ততপক্ষে 1 কোটি 71 লাখ টাকায়।

এই বার্তাটি নিলামে চড়ানো হবে NFT হিসাবে। এটি এক বিরাট অনীস্বীকার্য গুরুত্ব মানবসভ্যতার ডিজিটাল ইতিহাসের ক্ষেত্রে ।

ভোডাফোন সূত্রে জানা গিয়েছে যে তারা জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR-কে দান করবে নিলাম থেকে পাওয়া সমস্ত টাকা।

Related posts

আবারও রেকর্ড সংখ্যক সংক্রমণ ভারতে! ১ দিনে আক্রান্ত ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮ জন

News Desk

করোনা মুক্ত হতে চলেছে দেশ,রেকর্ড সংখ্যক কমলো অ্যাক্টিভ কেস সাথে কমলো দৈনিক সংক্রমনও

News Desk

মা পুরনো কাপড় পরে, এদিকে ১ বছরের বাচ্চার পেছনে খরচের বহর শুনলে অবাক হবেন

News Desk