Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বিমানে শার্ট তুলে পোষ্য বিড়ালকে জোর করে স্তন্যপানের চেষ্টা মহিলার, আতঙ্কিত বাকি যাত্রীরা

যে কোনও পোষ্য কে বিমানে নিয়ে যেতে হলে এক বিশেষ অনুমতি নিতে হয় কর্তৃপক্ষের থেকে। সেই অনুমতি অনুযায়ী পোষ্যদের আলাদা ভাবে রাখার ব্যবস্থা থাকে। সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে ডেল্টা এয়ারলাইন্সের নিউ ইয়র্ক থেকে আটলান্টাগামী একটি বিমানে, যা অনেকের কাছেই অবিশ্বাস্য। এই বিমানেই যাত্রা করছিলেন এক মহিলা যিনি অন্যান্য বিমানকর্মী সহযাত্রী দের সামনেই নিজেই স্তন পান করাচ্ছিলেন তাঁর পোষ্য বিড়াল কে, এমন টাই অভিযোগ। অনেকেই বিরক্ত এবং বিশ্বাস করতে পারছেন না এমন টা দেখে। ওই মহিলার অনেক সহযাত্রী বিমান কর্মীদের কাছে অভিযোগ জানান এই ঘটনার। খবরটি ভাইরাল হয়েছে নেটদুনিয়াতেও।

জানা গিয়েছে, ওই মহিলা নিউ ইয়র্কের সাইরাকিউস থেকে জর্জিয়ার আটলান্টা যাচ্ছিলেন। তিনি চেপেছিলেন ডেল্টা এয়ারলাইনস–এর বিমানে। তাঁর পোষ্য বিড়াল পাশে ক্যারিয়ারে রাখা ছিল। সেখান থেকেই সকলের সামনেই আচমকা পোষ্যকে তুলে এনে স্তন্যপান করান মহিলা। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাকি যাত্রীরা। একটি মেসেজ ভাইরাল হয় অভিযোগ জানালে। বিমানকর্মীরা মেসেজটি বিমান থেকে গ্রাউন্ডে পাঠিয়েছিলেন। লিখেছিলেন, ‘‌ নিজের বিড়ালকে স্তন্যপান করাচ্ছেন ১৩এ আসনে বসা মহিলা। বারণ করার পরেও।’

‘রেড কোট’ টিমকে বার্তাটি পাঠানো হয় তখনই ‌এয়ারলাইন সংস্থার পক্ষ থেকে। গ্রাহকদের সমস্যা শোনেন ডেল্টা সংস্থার এই টিমই। গ্রাহকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হয় বিমানকর্মীদের অভিযোগ শোনার পর। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া হয় এই যাত্রীকে নিয়ে, তা জানা যায়নি। বহুবার মানা করেছিলেন বিমান কর্মীরা কিন্তু তিনি কোনও মতে শোনেননি ।

Related posts

ভয় ধরাচ্ছে হাইব্রিড কোভিড! দুই রূপের জোড়া সংক্রমণ ধরা পড়ল ভারতের ৭ রাজ্যে

News Desk

দরকার পড়বে না কন্ডোম বা পিলের, সেক্স করার সময় গর্ভনিরোধক হিসাবে কাজ করবে অঙ্গের গয়না!

News Desk

৫৮ বছর বয়সে চলে গেলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব! হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন এইমসে

News Desk