Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

দোলের দিন রঙ খেলতে বাড়িতে ডেকেছিলেন প্রেমিক! পৌঁছতেই ভয়াবহ অভিজ্ঞতার শিকার তরুণী

দোলের দিন সকালে প্রেমিকার সাথে রঙ খেলার জন্য তাঁকে নিজের বাড়িতে ডেকেছিলেন যুবক। বলেছিলেন, পরিবারের বাকী সদস্যদের সাথে তাঁকে নিয়ে একসাথে হোলি খেলতে চান। দোলের দিন নিজের পছন্দের মানুষের সাথে দোল খেলতে চান। প্রেমিকের কথায় সেই মত সোনারপুর নিবাসী ওই যুবকের বাড়িতে শুক্রবার দোলের দিন রঙ খেলতে পৌঁছন তরুণী। কিন্তু পৌঁছতেই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হন সেই তরুণী। অভিযোগ দোলের দিন নেশা করেছিলেন ওই যুবক। করেছিলেন মদ্যপান। সোনারপুরে যুবকের বাড়িতে যেতেই মদ্যপ অবস্থায় অশালীন আচরণ শুরু করে দেন যুবক, গালিগালাজ ও করতে থাকেন সমানে। তরুণীর বক্তব্য অনুযায়ী, প্রেমিকের বাবাও এর প্রতিবাদ করেছিলেন। কেন একটি মেয়েকে বাড়িতে ডেকে এনে এমন অশালীন আচরণ সেটার প্রতিবাদ করেন। বাঁধা দেন তরুণীও। তরুণী জানান, এরপরই তার প্রেমিক ওই যুবক বাড়ির কলতলায় ফেলে গায়ে হাত তোলেন তার। করেন প্রহার। কোনো রকমে সেখান থেকে বেরিয়ে এসে যুবকের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ জানিয়েছেন তরুণী।

টিভি ৯ বাংলায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ওই তরুণী জানিয়েছেন, ‘আমায় দোলের দিন শুক্রবার সকালবেলা ফোন করে ও। জানায় ওদের বাড়িতে রং খেলতে আসার কথা। বলল, গাড়ি করে তুমি আমাদের বাড়িতে চলে এস। বাড়ির সবাই মিলে এক সাথে রং খেলব। রং খেলতে পৌঁছে দেখি ও মদের নেশায় চুর। আমি গায়ে মুখে লাগানো রং উঠাতে ওদের কলতলায় যাই। তখন আমায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে ও। ওর বাবা অবধি প্রতিবাদ করে বলেছেন, ‘কেন উল্টোপাল্টা বলছিস মেয়েটাকে’? আমিও তখন প্রতিবাদ করে বলি, কেন এই ভাবে কথা বলছ আমার সঙ্গে? তখন আচমকা কলতলায় ফেলে চুলের মুঠি ধরে পিটাতে শুরু করে দেয় ও। সেই সময় সেখানে উপস্থিত অর দাদাও ভাইয়ের সঙ্গ দেয়। আমার গায়ে হাত তোলে।’

ওই তরুণী জানান, নেশার ঘোরে অবস্থা চরম আকার নিতে থাকলে তিনি সেই প্রেমিক যুবকের বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসেন। খালি পায়েই দৌড়াতে থাকেন রেললাইন ধরে। এইভাবেই পৌঁছন সোনারপুর থানায়। অভিযোগ জানান পুলিশে। ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। শুধুমাত্র মদের নেশাতেই এই ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ খতিয়ে দেখছে পুলিশ। প্রশ্ন উঠেছে, পরিবারের সকলের সামনে একটি মেয়েকে শারীরিক নিগ্রহ করা হল, অথচ বাড়ির কেউ আটকাতে পারলো না কেন? সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

Related posts

বিশ্বব্যাপী সংক্রমণ নতুন করে বাড়তে পারে, খোঁজ মিলল নতুন করোনা ভেরিয়েন্ট ‘মু’ এর

News Desk

বাড়ি খালি করাতে হবে! অসুস্থ শয্যাশায়ী বৃদ্ধার বাড়িতে চরস লুকিয়ে পুলিশে খবর দিল বিল্ডার

News Desk

ওমিক্রনের সাম্প্রতিকতম রূপ আরও বেশি সংক্রামক! ছড়িয়েছে ৫৭টি দেশে, সতর্ক করল হু

News Desk