Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বিয়েতে নাচছে কেন কনে, চড় মারলেন বর! রাগে তুতো ভাইকে বিয়ে করে নিলেন তরুণী

ইন্টারনেটের যুগে আর সোশ্যাল মিডিয়ার যুগে কত অদ্ভুত অদ্ভুত ঘটনা সামনে আসে প্রায়শঃই যা বেশ চর্চিত হয়। তেমনই এক বিয়ের ঘটনা এখন ইন্টারনেটে ভাইরাল। যেখানে বিয়ের অনুষ্ঠান চলাকালীন কনেকে চড় মেরে বসেন তার হবু বর। স্বাভাবিকভাবে কনে এতে ভীষণ রেগে যায়। বিয়ে ভেঙ্গেও দেয়। কিন্তু ঘটনার শেষ এখানে হয় না। চড়ের প্রতিশোধ নিতে এক তুতো ভাইয়ের গলায় দেন বিয়ের মেলা।

সম্প্রতি তামিলনাড়ুতে এই বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। ঘটনাটি কুদ্দালোর জেলার পানরুটির। আসলে বিয়ের অনুষ্ঠানে চলছিল নাচ। আর DJ এর মিউজিকের তালে তালে নাচ করতে থাকার সময় কনেকে চড় মারলেন তার হবু বর। জানা গেছে বর-কনে যখন মঞ্চে ছিলেন, তখন কনের দূর সম্পর্কের এক তুতো ভাই সেখানে এসে তাদের সঙ্গে নাচতে শুরু করেন। সেই ছেলেটি বর-কনের হাত ধরে স্টেজের ওপর নাচছিল। কোন কারণে এই বিষয়টা নিয়ে ভীষণ রেগে যান হবু বর। সে ওই ছেলেটির এবং নিজের হবু বউয়ের থেকে হাত ছাড়িয়ে নেয়। এতে বর এতটাই রেগে যান যে সবার সামনেই কনেকে চড় মারেন। এরপর সে দু’জনকেই ধাক্কা মারে বলে উঠেছে অভিযোগ।

এ ঘটনায় ক্ষুব্ধ কনে সাথে সাথেই ওই ব্যক্তির সঙ্গে বিয়ে ভেঙে দেন। সাফ সাফ নিজের পরিবারকে জানিয়ে দেন এই পাত্রকে বিয়ে করবেন না তিনি। বাড়ির মেয়ের গায়ে হাত তোলায় অসন্তুষ্ট ছিল কনে পক্ষের লোকজনও। তারা তরুণীর সিদ্ধান্তের বিরোধিতা করে না। এরপরই চমকে দেওয়া সিদ্ধান্ত নেন তরুণী। নির্ধারিত পাত্রের তরুণের বদলে তুতো ভাইয়ের গলায় মালা দেন তিনি।

এই ঘটনায় রেগে গেছেন প্রত্যাখ্যাত বর মশাই। পানরুতির থানায় অভিযোগ দায়ের করেছেন কনের পরিবারের বিরুদ্ধে। সে জানিয়েছে, হবু বউকে জিজ্ঞেস করেছিল, কেন অন্যদের সাথে সে নাচ করছে, তাতে সেই যুবতী তাঁকে উত্তর দেয়, তাঁর মর্জি। অপমানজনক উত্তর দেয় সে। তাই তাঁর খারাপ লেগেছে। মেয়ের পরিবার তাঁকে অপমান করেছে এবং হুমকি দিয়েছে বলেও অভিযোগ তার।

তরুণী এসব অভিযোগ অস্বীকার করেছে অবশ্য। সে তার ও তার পরিবারের তরফে ছেলের কাছে দাবি করেছে বিয়ের আয়োজন এর সমস্ত খরচ।

Related posts

বসকে মারতে ভাইরাসের ব্যবহার! পানীয়তে করোনা রোগীর লালা মেশালো কর্মচারী! তারপর…

News Desk

মর্মান্তিক! রোগ সারানোর নামে শিশুকে গরম বালিতে গলা পর্যন্ত পুঁতে দিল দুই তান্ত্রিক!

News Desk

কিছুদিনের জন্য নিখোঁজ হয়ে যেতে মন চাইছে। এই দেশের সরকার সাহায্য করবে হারিয়ে যেতে চাইলে

News Desk