পিকনিক করে ফিরছিলেন, সেই ফেরার পথেই গাড়িতে গণধর্ষণ হল গৃহবধূর। বামনপুকুর বাসন্তী হাইওয়ের মিনাখাঁ থানা এলাকার বসিরহাট মহকুমার ঘটনা। শনিবার একটি ব্যবসায়ীদের একটি দল পিকনিক করতে টাকি পর্যটন কেন্দ্রে এসেছিল দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় থানার ঘটকপুকুর থেকে। ওই পিকনিক পার্টিতে নারীপুরুষ মিলিয়ে সর্বমোট ৩৫ জন ছিলেন। ওই ঘটনা ঘটার ঘন্টা ছয়েকের মধ্যেই ওই ধর্ষণকারী ছয় জন কে গ্রেফতার করে পুলিশ, রবিবার ভোররাতে মিনাখাঁ সংলগ্ন এলাকা থেকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে উত্তর ২৪ পরগনার ঘটকপুকুর এলাকার এক দল ব্যবসায়ী টাকি থেকে পিকনিক সেরে বাড়ি ফিরছিলেন। দিনভর পিকনিকে হইহুল্লোড় শেষে, তাঁদের গাড়ি বাসন্তী হাইওয়েতে বামনপুকুরে যানজটে আটকে যায় রাতে বাড়ি ফেরার পথে। সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী আসে চারচাকা গাড়ি করে। বাসন্তী হাইওয়ের উপর তাঁদের গাড়ি আটকায় পিকনিক করতে যাওয়া আর এক দল যুবক মিনাখাঁ থানা এলাকার কিসান মান্ডির কাছে।
অভিযোগ, ব্যাপক মারধর করে তারা ব্যবসায়ীদের দলটিকে। লোহার রড, ভোজালি, বাঁশ দিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। গাড়ির চাবি কেড়ে নেওয়া হয় মারধর করে চালকের কাছ থেকেও। ব্যবসায়ী দলটির সকল সদস্য মার খেয়ে পালিয়ে গেলেও এক মহিলা গাড়ি থেকে নামতে পারেননি। ওই দুষ্কৃতী দলটি তাঁকে নিয়েই গাড়িটি চালিয়ে দেয় ।
বছর তারপর গণধর্ষণ করে ২৮-এর সেই গৃহবধূকে বলে অভিযোগ। তারপর গাড়িটিকে ভাঙচুর করে পালিয়ে যায়। এই ঘটনা জুড়ে মারাত্মক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । ছয় জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করেন নির্যাতিতা বধূ মিনাখাঁ থানায়। নির্যাতিতার দাবি, দুই ব্যক্তি তাঁকে ধর্ষণ করে একটি পরিত্যক্ত ঝুপড়ির ভিতর। এই ঘটনার সাক্ষী বাকি আরও জনা পাঁচেক এবং তারা ওই দুই ব্যক্তিকে প্ররোচনা দেয়। পরে ওই মহিলা গণধর্ষণের অভিযোগ দায়ের করেন নিজে থানায় গিয়ে।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটকপুকুর এলাকায় দুষ্কৃতীদের বাড়ি। ঘটনায় ছয় যুবককে রবিবার ভোরেই গ্রেফতার করেছে পুলিশ।হাইওয়ের উপর পুলিশি টহল প্রায় দেখাই যায় না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। আসলে বেআব্রু হয়ে পড়ল নিরাপত্তা ব্যবস্থাই নববর্ষের রাতে ঘটে যাওয়া এমন ভয়ঙ্কর ঘটনায়।