Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

রাতে বাড়িতে ঢুকে বাড়ীর মেয়েকে দাবী দুষ্কৃতীদের! অস্বীকার করায় বৃদ্ধার পরিণতি হল মর্মান্তিক

সাঁচোরের জালোরে (jalore) এক মর্মান্তিক খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে মধ্যরাতে এক দলিত বৃদ্ধ মহিলার বাড়িতে ঢুকে পড়ে দুই যুবক। তারপর তারা বৃদ্ধার কাছে বৃদ্ধার নাতনীর দাবি করতে থাকে। আসলে অভিযুক্তরা সেই মেয়েটিকে দিয়ে এক অপরাধমূলক কাজ করানোর জন্য তাঁকে চাইছিল। বৃদ্ধ মহিলা তাদের কথা অস্বীকার করলে অভিযুক্তরা তাকে তাদের গাড়ী দিয়ে পিষে দেয়, যার ফলে তার বেদনাদায়ক মৃত্যু হয়।

সাঁচোর থানা এলাকার করোলা গ্রামের এই হৃদয় বিদারক ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে দুই যুবক হঠাৎই এক দলিতের বাড়িতে গিয়ে একটি মেয়েকে তাদের হাতে তুলে দেওয়ার দাবী করে। বাড়ির বৃদ্ধা তাকে অস্বীকার করলে পিকআপ ভান দিয়ে তাকে পিষে হত্যা করে তারা। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। বৃদ্ধা মহিলার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পুরো বিষয়টির তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সাঁচোর এলাকায় জাতীয় সড়কের পাশে অবস্থিত করোলা উপকণ্ঠে। মাটির ঝুপড়ির এই বস্তিতে শনিবার রাত ১০টার দিকে পিকআপ ভ্যানে চেপে আসে দুই নেশাগ্রস্ত যুবক। একটি ঝুপড়িতে ঢুকে ওই বৃদ্ধার কাছে অনৈতিক কাজের জন্য মেয়েটিকে দাবি করে। বিষয়টি নিয়ে বৃদ্ধ ক্ষিপ্ত হন। এতে বাকবিতণ্ডা হলে যুবকরা সেখানেই তাকে সেই পিকআপ ভান দিয়ে পিষ্ট করে হত্যা করে।

অভিযুক্তরা পিকআপ ভ্যানে উঠে বৃদ্ধা মহিলার গায়ের ওপর চাপিয়ে দেয়। পিকআপের টায়ার বৃদ্ধার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়। এরপর অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে গেলেও তাদের মোবাইলগুলো ঘটনাস্থলেই থেকে যায়। পরে স্বজন ও গ্রামবাসী বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গেলেও হাসপাতালে নেয়ার পথে বৃদ্ধার মৃত্যু হয়।

দুই যুবককে আটক করেছে পুলিশ। আসামিদের মোবাইল ঘটনাস্থলে পড়ে থাকায় পুলিশ সেই সূত্র ধরে দুজনকেই আটক করে তাদের হেফাজতে নিয়ে গেছে। নিহত মহিলার নাম রাজী দেবী। তিনি নেওয়ারাম সাথিয়ার স্ত্রী। তার নাতির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।

Related posts

বাংলায় করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট আক্রান্ত ৩ জন! চিন্তায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

News Desk

স্বামীর সন্তানেরই মা হতে চাই! স্ত্রীর আবেদনে করোনায় মৃতপ্রায় স্বামীর বীর্য সংরক্ষণ হাসপাতালের

News Desk

মোবাইল কানে নার্স একই ব্যাক্তিকে পরপর দিলেন ভ্যাকসিনের ৩টি ডোজ , মালবাজারের ঘটনায় চাঞ্চল্য

News Desk