করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে রাজ্যে জারি হয়েছিল কার্যত লকডাউন। গত ২ মাস ধরে বিধি নিষেধ জারি নানা ক্ষেত্রেই। বন্ধ করে দেওয়া হয়েছিল লোকাল ট্রেন পরিষেবাও (Local Train)। আস্তে আস্তে কমেছে দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা। কিছু কিছু ক্ষেত্রে শিথিলও হয়েছে লকডাউন। কিন্তু এখনও সাধারণ জনগণের জন্যে থমকে রয়েছে লোকাল ট্রেনের চাকা। পশ্চিমবঙ্গে আগামী ১৫ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার অবধি বিধিনিষেধ বহাল থাকার কথা আগেই ঘোষনা করেছিলেন মূখ্যমন্ত্রী। কিন্তু তারপর কি হবে? গড়াবে কি লোকাল ট্রেনের চাকা নিত্যযাত্রীদের জন্যে? ইতিমধ্যেই লোকাল ট্রেন চালুর দাবিতে পশ্চিমবঙ্গের নানা জায়গায় হয়েছে বিক্ষোভও। তাই কবে চালু হবে রেল? কী বলছে রেল কর্তৃপক্ষ?
শুক্রবার থেকে কি চলছে রেল? এই বিষয়ে রেল কর্তৃপক্ষের জবাব সবটাই নির্ভর করছে রাজ্য সরকারের উপর। রেল জানিয়েছে , রাজ্য সরকার নির্দেশ দিলেই চলবে লোকাল ট্রেন। সংবাদ সংস্থা ‘এই সময় ডিজিটাল’ কে দেওয়া এক বিবৃতিতে দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক গীতা সরকার জানিয়েছেন যে, তারা রেল চালাতে তৈরি। রাজ্য সরকার নির্দেশ দিলেই তারা লোকাল ট্রেন চালাবে। রেল কর্তৃপক্ষ পুরোপুরিভাবে প্রস্তুত’। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন অবিলম্বে চালু করতে রাজ্যকে আবারও চিঠি পাঠিয়েছিল ভারতীয় রেল। ‘ এই সময় ডিজিটাল’ – এ প্রকাশিত এক প্রতিবেদনে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে তারা চিন্তিত। তারা অবিলম্বে চায় পুরোপুরিভাবে লোকাল ট্রেন পরিষেবা চালু করতে। এই আর্জি জানিয়ে রাজ্যকে তারা চিঠিও পাঠিয়েছে। এখন রাজ্য কী চাইছে, তার উপর সবটাই নির্ভর করছে। রাজ্যের সবুজসংকেত দিলেই লোকাল ট্রেন চালু করে দেওয়া হবে।
প্রসঙ্গত পশ্চিমবঙ্গে অনেকটাই কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কমেছে মৃত্যুর সংখ্যাও। কিন্তু, দেশের মতো এই রাজ্যেও জারি করোনার তৃতীয় ঢেউ -এর সতর্কতা। এই অবস্থায় ১৫ই জুলাই এর পর থেকে লোকাল ট্রেন চালু করা হবে কিনা, সেটাই দেখার।