Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

গার্লফ্রেন্ডের সাথে গাড়িতে ছিলেন স্বামী! হঠাৎই চোখে পড়ল স্ত্রীর.. অতঃপর! দেখুন ভাইরাল ভিডিও

মুম্বইয়ে (Mumbai) রাস্তার মাঝখানে এক ঘটনার ভিডিও বেশ ভাইরাল (Viral Video) হয়েছে। ঘটনা ঘিরে মাঝরাস্তায় এমন তোলপাড় পরে যায়, যা দেখলে অবাক হয়ে যাবেন। ঘটনাটি কি? মুম্বাইয়ের পেডার রোডে স্বামী ও তার গার্লফ্রেন্ড কে পরকীয়ারত অবস্থায় হাতেনাতে ধরে ফেললেন স্ত্রী (Wife Caught Husband Cheating on Her in the Middle of a Road)। স্ত্রী সড়কের মাঝখানে হট্টগোল সৃষ্টি করায় সড়কে দীর্ঘ জ্যাম সৃষ্টি হয়। ভিডিওতে ওই মহিলাকে গাড়ির বাইরে দাঁড়িয়ে হট্টগোল করতে দেখা যায়। তারপর জানা গেল গাড়িটি তার স্বামীর এবং তার স্বামী তার বান্ধবীর সাথে গাড়ির ভেতরে বসে আছেন। ওই নারী তার স্বামীকে হাতেনাতে ধরে নিয়ে রাস্তায় সবার সামনেই রাগারাগি করতে থাকেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-উল মুসলিমীন (এআইএমআইএম) নেতা ওয়ারিস পাঠানও এই ভিডিওটি টুইটারে (Viral Video Shared on Twitter) শেয়ার করেছেন।

নবভারত টাইমসের খবর অনুযায়ী, ঘটনাটি শনিবারের। সেদিন বিকেল ৫টা নাগাদ মহিলার স্বামী তার কালো এসইউভি (Black SUV Car) গাড়িতে করে প্রেমিকাকে নিয়ে ঘুরছিলেন। স্ত্রী তাকে হাতেনাতে এই ভাবে আবিষ্কার করে রাস্তার মাঝখানে চিৎকার করতে থাকে। বিষয়টি ক্রমশই বাড়তে থাকলে পুলিশ সেখানে পৌঁছে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করে।

ভিডিওতে দেখা যায়, প্রথমে স্বামীর কাছে গিয়ে চুল টানতে শুরু করেন ওই নারী। স্বামী বাইরে না এলে স্ত্রী গাড়ির বনেটে উঠে চপ্পল খুলে উইন্ডস্ক্রিনে মারতে থাকে। এটা দেখে স্বামী গাড়ি থেকে অবশেষে নামেন। এরপর স্ত্রী স্বামীর শার্টের কলার ধরে লাথি মারতে থাকে। বিষয়টি আশেপাশের সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং অনেকে নিজের মুঠো ফোনে সেই দৃশ্য বন্দীও করে ফেলে। দীর্ঘক্ষণ পেডার রোডে হট্টগোল চলতে থাকে এবং সেখানে প্রচুর যানজট হয়। অবশেষে পুলিশ সেখানে পৌঁছে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করে।

Related posts

করোনার কারণে হোম আইসোলেশনে আছেন? হঠাৎ শ্বাসকষ্ট উঠলে কী করবেন? জেনে নিন

News Desk

দেশে আবারও সামান্য বাড়ল করোনা দৈনিক সংক্রমণ, চিন্তায় রাখছে কেরলে ঊর্ধ্বমুখী সংক্রমন

News Desk

আপনার বাচ্চারাও ডিমে অ্যালার্জি নেই তো? এই লক্ষণগুলোর দিকে খেয়াল রাখুন

News Desk