Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ভাঙা আয়না বাড়িতে রাখলে বা মুখ দেখলে কি সত্যিই নেমে আসে অমঙ্গল?

যে কোনও বাড়িতেই আয়নার গুরুত্ব অপরিসীম। আয়না ছাড়া কোনও বাড়ি কল্পনাই করা যায় না। যত ছোট, যত সামান্য বাড়িই হোক না কেন, অন্তত এক টুকরো আয়না সেখানে থাকবেই। আর ধনীর ঘরে তো না ফ্যাশনের আয়নার ছড়াছড়ি। কিন্তু জানেন কি, শুধু প্রতিবিম্ব দেখার জন্যই নয়, আয়না ঘিরে প্রচলিত আছে বহু সংস্কার।

আয়না শুধু শখের নয় সাধের জিনিসও বটে। এই সাধের বস্তুটি যখন ভেঙে যায় মন না চাইলেও তাকে ফেলে দিতে হয়। কেন? ছোটবেলা থেকেই আপনি শুনে আসছেন ভাঙা আয়নায় মুখ দেখতে নেই। আর আয়না ভাঙাও নাকি অলক্ষণের চিহ্ন। শৈশব থেকেই আয়নাকে এক আজব বস্তু হিসাবে আপনার সামনে হাজির করা হয়েছে। ভাঙা আয়না নিয়ে সংস্কার প্রায় সব সংস্কৃতিতেই কমন। রোমান আমল থেকেই এই ধারণা চলিত হয়ে পড়ে, আয়না ভাঙলে সাত বছরের জন্য দুর্ভাগ্য ছায়াসঙ্গী হয়ে থাকে। বাড়িতে ভাঙা আয়না রাখতে নিষেধ করে ফেং শ্যুই ও বাস্তু।

হিন্দু শাস্ত্রে আয়না ভাঙা নিয়ে নানারকম সংস্কার রয়েছে। শুনলে অবাক হবেন, সেখানে বলা হয়েছে আয়নায় নাকি ধরা থাকে আত্মার একটা অংশ। আয়না ভেঙে গেলে সেই আঘাত আত্মার ওপর এসে চরম বিপর্যয় ডেকে আনে। দেবতা, অপদেবতারাও নাকি আয়নার মধ্যে দিয়েই যোগাযোগ তৈরি করে। অপতন্ত্রে ভাঙা আয়নার টুকরো ব্যবহার করে অভিচারের নিদান রয়েছে। কারণ, আয়না নাকি তাতে প্রতিফলিত মানুষের আত্মার একাংশকে ধরে রাখে।

আবার কেউ বলেন, মা লক্ষ্মীর হাতে থাকে দর্পণ। সেটা ভেঙে গেলে লক্ষ্মীদেবীর রুষ্ট হয়, যার পরিণামে আমাদের জীবনে দেখা দেয় অর্থকষ্ট। ভাঙা আয়নার স্বপ্ন নাকি বহন করে আনে প্রিয়জনের মৃত্যুসংবাদ।

আয়না নিয়ে যুগ যুগ ধরে চলে আসা এত সংস্কারের নির্দিষ্ট কারণ জানা না গেলেও, ধারণা করা হয় নিজের অবয়ব আয়নাতে দেখে নিজের সম্বন্ধে ধারণা পায়। নিজের মুখ দেখলে আত্মবিশ্বাস বাড়ে। যদি ভাঙা আয়নায় মুখ দেখে তবে নিজের অস্পষ্ট মুখের কারণে আত্মবিশ্বাসে ভাটা পড়ে। তাই বলা হয় ভাঙা আয়নায় মুখ দেখতে মানা। এছাড়াও প্রাচীন কালে আয়না তৈরি ছিল বেশ ব্যয়সাপেক্ষ ব্যাপার। যত্নে রাখার জন্য হয়তো মনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সংস্কার। শখের জিনিস হওয়ায় ভেঙে যাওয়ার পরেও কেউ রেখে দিতেন, ভাঙা কাঁচের টুকরোয় আহত হওয়ার ভয় থেকেই জন্ম নেয় সংস্কার।

Related posts

একে অপরের প্রতি কত টান! প্রমাণ দিতে একসঙ্গে জলে ঝাঁপ তিন বন্ধুর! পরিণতি মর্মান্তিক

News Desk

আনন্দ মুহূর্ত ক্ষনিকেই বদলে গেল বিষাদে!বজ্রাঘাতে একইসাথে মারা গেলেন ১৬ জন বরযাত্রী

News Desk

সন্তানের অমঙ্গলের ভয় দেখিয়ে গৃহবধূর খোলামেলা ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় দিলেন জ্যোতিষী, তারপর…

News Desk