Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

এত পরিশ্রম করার পরও কেন পিঁপড়েরা ঘুমায় না!

আমরা ঘুমিয়ে থাকলেও আমাদের মস্তিস্ক কিন্তু তথ্য ও স্মৃতি সংগ্রহ করছে। শরীরের ক্ষতিকারক উপাদানগুলো সরিয়ে ফেলে সব ঠিকঠাক করে যাতে শরীর আবার ঠিকমত কাজ করতে পারে জাগার পরে।

যতই জানতে চাই ততই আমরা অবাক হয়ে পরি এই অদ্ভুত প্রাণীটি সম্পর্কে। কারন কোনো ঘুম নেই হাড় ভাঙ্গা পরিশ্রম করা এই প্রাণীটির। যেখানে দৈনিক ৭-৮ ঘন্টা ঘুমের প্রয়োজন হয় আমাদের শরীর সুস্থের জন্য। ঘুম না হওয়া নিয়ে এই অদ্ভুত প্রাণীটির অবাক হওয়ার কিছু নেই অবাক করা বিষয় হল এদের কোনো ফুসফুস নেই। এবং বিশেষ এক ধরণের সেনসিং ভাইব্রেসন এদের হাঁটু ও পায়ে আছে যার মাধ্যমে এরা আশেপাশের পরিস্থিতি বুঝতে পারে। সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী হল এই পিঁপড়ে, বাকি পোকামাকড়ের মধ্যে।

ঘুম না হওয়ার কারন?

খুবই পরিশ্রমী একটা প্রাণী পিঁপড়েরা। তারা ঘুমায় না? এত ব্যস্ততার জন্যই কি ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো চোখের পাতা নেই পিঁপড়ের, তাই চোখ বন্ধ করতে পারে না এরা। তবে তার জন্য এদের দেখতে কোনো সমস্যা হয় না। দুটি চোখ থাকে অধিকাংশ পিঁপড়ের, এতে কয়েকটি লেন্স থাকে যার সাহায্যে এরা খুব ভালো দেখতে পায়। চোখ বন্ধ করে পড়ে থাকা নয় ঘুম মানেই। আমাদের চোখের পাতা না হয় আছে বন্ধ করে ফেলি। যাদের চোখের পাতা নেই তাহলে কি তারা ঘুমাবে না? পিঁপড়াও ঘুমায় তবে তাদের সে ঘুম হুবহু আমাদের মতো নয়। এখানে আমরা গভীর বিশ্রামের সাথে তুলনা করতে পারি ঘুম বিষয়টিকে । কিন্তু গবেষণা পর্যন্ত হয়ে গেছে পিঁপড়ার ঘুম নিয়ে।

গর্তে থাকে পিঁপড়া। দিন বা রাত কোনও পার্থক্য হয়না উনাদের ঘুমে। কলোনি গড়ে ওঠে রানী পিঁপড়াকে কেন্দ্র করেই । বিস্তর পার্থক্য লক্ষণীয় ঘুমের ক্ষেত্রে রানী আর কর্মী পিঁপড়ার মধ্যে। উল্লেখ করেন পিঁপড়ার গভীর বিশ্রাম দশায় যাওয়ার বিষয়টি এবং এই বিশ্রামদশা অনেকগুলো ক্রমে ঘটার বিবরণ পাওয়া যায় ২৪ ঘণ্টায় । কিছু যখন বিশ্রাম নিতে থাকে পিঁপড়া তখন অন্য পিঁপড়া তাদের বাসস্থানের দেখভালের পুরো দায়িত্ব পালন করে। আর বিশ্রাম চলা কালে স্বাভাবিকের তুলনায় পিঁপড়ার ম্যান্ডিবল ও অ্যান্টেনার সঞ্চালন বেশ কমে যায়। তাই গভীর বিশ্রাম দশা নাম দেন এই দশাকে।

Related posts

প্রথম সন্তান জন্মের ১১ সপ্তাহের মধ্যেই দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন এই তরুণী! ডাক্তাররাও হতবাক

News Desk

৫১ বছর বয়সী মা চাকরি ছেড়ে যোগ দিলেন অ্যাডাল্ট সাইটে! দেখাদেখি মেয়ে যা করে বসলো

News Desk

ভারতের একমাত্র এই ১০৮ শিব মন্দিরেই রয়েছে সাদা ও কালো শিবলিঙ্গের সমাহার! জানেন কালনার ইতিবৃত্ত

News Desk