Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

নতুন ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ, একটাই অ্যাকাউন্ট রাখা যাবে কতগুলো ডিভাইসে! জানুন

হোয়াটসঅ্যাপ-এর বহু প্রতীক্ষিত নতুন এক দুর্দান্ত ফিচার (Whatsapp New Feature) খুব তাড়াতাড়িই হোয়াটসঅ্যাপ বিটা ইউজারদের জন্য আসতে চলেছে। সাম্প্রতিক খবর অনুযায়ী, শীঘ্রই বিটা ইউজারদের জন্য WhatsApp Multi-Device Feature টি উপলব্ধ করার ব্যাবস্থা হবে। দীর্ঘদিন ধরেই এই ফিচারটি বানানোর কাজ চলছিল হোয়াটসঅ্যাপ তরফে। অবশেষে, এই বার পাবলিক রোলআউটের পূর্বে এই মাল্টি ডিভাইস ফিচার বিটা অ্যাপটি তে আনা হচ্ছে।

এতদিন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটি মাত্র মোবাইল থেকেই ব্যবহার করতে পারতেন। অন্য মোবাইলে সেই নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ খুলতে গেলে আগের ডিভাইস থেকে আর চালানো যেত না পূর্বের হোয়াটসঅ্যাপ। তবে এবার থেকে এই নতুন ফিচার এলে ব্যবহারকারীরা একটি নং দিয়ে খোলা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ৪টি আলাদা আলাদা মোবাইল বা ডিভাইস থেকে ব্যবহার করতে পারবেন।

whatsapp new feature for multiple device

সূত্র অনুযায়ী বহুদিন ধরেই একটি নং থেকে তৈরি করা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজাররা যাতে ভিন্ন ভিন্ন ডিভাইসে ব্যাবহার করা যায় সেই সুযোগ সুবিধা দেওয়ার কথা জানাচ্ছিলেন। কেনোনা বহু মানুষের কাছেই থাকে একাধিক ডিভাইস এবং মোবাইল। তাই সব ডিভাইস থেকেই নিজেদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যাবহার করতে পারলে এতে সুবিধাই হয়। তাঁদের কথা মাথায় রেখেই খুব তাড়াতাড়ি নতুন এই ফিচার নিয়ে আসতে চলেছে মার্ক জুকারবার্গের জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।

Wabetainfo এর প্রকাশিত তথ্য অনুসারে, হোয়াটসঅ্যাপ তার ব্যাবহারকারীদের জন্যে মাল্টি-ডিভাইস বিটা প্রোগ্রামের প্রথম ভার্সন পরীক্ষা করেছে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার্স ট্রায়াল দেওয়া এই অ্যাকাউন্টটি রিপোর্টে বলেছে, “মাল্টি-ডিভাইস বিটাতে (Multi Device Bita) খুব শীঘ্রই ব্যাবহার করার ছাড়পত্র পাওয়া যাবে। এই মুহূর্তে অল্প কিছু সংখ্যক গ্রাহকদের জন্য এই সুবিধা দেওয়া হয়েছে। তবে খুব শিগগিরই সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজাররা এই পরিষেবা পেতে চলেছেন।

হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারস পেতে গেলে আপনাকে কী করতে হবে?

হোয়াটসঅ্যাপের আপডেটস ট্র্যাকিং প্ল্যাটফর্ম WABetaInfo এই বিষয়ে জানিয়েছে যে, ইউজারদের হোয়াটসঅ্যাপের সব থেকে আপডেটেড ভার্সন ডাউনলোড করতে হবে। এমনকি এখন অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন (Active Internet Connection) ছাড়াই হোয়াটসঅ্যাপ ওয়েব চালানো যাবে। অন্য ডিভাইসে একবার কানেক্টেড হয়ে গেলে আপনি চাইলে মূল ডিভাইস থেকে অফলাইন হয়েও যেতে পারেন। এর জন্য অন্য ডিভাইসগুলিতে চালু হোয়াটসঅ্যাপে কোনও প্রভাব পড়বে না।

Related posts

মায়ের সাথে মামাবাড়ি থেকে সবে ফিরেছিল দুই মেয়ে! বাড়ি ঢুকতেই বাবা ঘটালো নৃশংস কান্ড

News Desk

প্রেমের ফাঁদে ফেলে প্রেমিকাকে কল গার্ল বানিয়ে টাকা ইনকাম প্রতারক প্রেমিকের, তারপর..

News Desk

কেন তাঁকে কাজ করে ফিরে রান্না করতে হতো! রাগে স্ত্রীকে শাবলের বাড়ি যুবকের, তারপর..

News Desk