Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সব টুথপেস্টের টিউবের গায়েই কেন রয়েছে এই রঙিন চিন্হ! কি নির্দেশ করে এই কালার কোড?

দাঁত ও মাড়ি পরিষ্কার রাখতে রোজ আমরা টুথপেস্ট দিয়ে ব্রাশ করি। নিজের পছন্দ আর প্রয়োজন মতন একেক জন একেক রকম টুথপেস্ট ব্যাবহার করে। বিজ্ঞাপনের দৌলতে নানা রকমের টুথপেস্ট এর সাথে আমরা পরিচিত। বাজারেও পাওয়া যায় বিভিন্ন কোম্পানির টুথপেস্ট। যে টুথপেষ্টই ব্যাবহার করুন না কেন একটু খেয়াল করলেই দেখবেন টুথপেস্টের টিউবের গায়ে রয়েছে নানা রঙের কালার কোড। কিন্তু জানেন কি এই সব রঙিন সাংকেতিক চিন্হ কি নির্দেশ করে?

লাল, সবুজ, নীল আর কালো সাধারণত এই চারটি রঙের যে কোনও একটি রঙের ছোট চৌকো চিন্হ টিউবের নিচে থাকে। আমরা সকলেই হয়ত এইগুলি লক্ষ্য করেছি, কিন্তু কোনদিনই সেই ভাবে বিশেষ গুরুত্ব দেইনি।কিন্তু এই রঙিন চিন্হগুলি অবশ্যই গুরুত্বপূর্ন এবং এই প্রত্যেকটি রঙের একটি বিশেষ বিশেষ অর্থ রয়েছে । কিন্তু এগুলোর অর্থ কি? প্রচলিত ভাবে এর যা মানে আছে জেনে নিন।

লাল : যদি লাল রঙের চিন্হ থাকে তাহলে বুঝতে হবে টুথপেস্ট তৈরিতে কিছু ভেষজ এবং কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার হয়েছে।

সবুজ : সবুজ রঙের কালার কোড নির্দেশ করে টুথপেস্ট তৈরিতে ব্যবহৃত সব উপাদানই সম্পূর্ন ভেষজ।

নীল : টুথপেস্ট তৈরিতে ব্যবহার করা কিছু উপাদান ভেষজ এবং কিছু ঔষধি (হারবাল)।

কালো : যদি টুথপেস্ট টিউবের নিচের দিকে চৌকো অংশটি কালো রঙের হয়ে থাকে টুথপেস্ট তৈরিতে ব্যবহৃত সব উপাদানই রাসায়নিক।

কিন্তু এই সাংকেতিক চিন্হ কি সত্যিই তাই নির্দেশ করে?

টুথপেস্টের টিউবের নিচের চৌকো অংশের রং দেখে উপাদান কি সেটি বুঝে নেওয়ার কথা প্রচলিত ভাবে বলা হলেও কোনো টুথপেষ্ট নির্মাণকারী সংস্থার তরফে এই যুক্তির পক্ষে জোরালো সওয়াল করতে দেখা যায়নি। বরং এই কালার কোড নিয়ে সম্প্রতি বিশ্বের অন্যতম বিখ্যাত টুথপেস্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোলগেট প্রতিবাদ জানিয়েছে। কোলগেট তাদের নিজস্ব ওয়েবসাইটে লিখেছে, রং ব্যবহার করে টুথপেস্টের উপাদান বোঝানোর বিষয়টি সম্পূর্ন ঠিক নয়। এই রকম কোনো রঙের সংকেত ব্যাবহার বিষয়ে টুথপেষ্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলি অবগত নয়। টুথপেস্টের উপাদান জানতে হলে কালার কোড নয় বরং প্যাকেটের গায়ে লেখা উপাদানের বিষয়ে পড়ুন।

তাহলে চৌকো রঙের চিন্হ কেন ব্যবহার হয়?

মুলত এই চিন্হ ব্যাবহার করা হয় টুথপেস্ট প্যাকেটজাত করার সময় টিউব সিল করতে কাজে লাগাতে হবে। টুথপেস্টের প্যাকেজিং করার বিষয়টি সম্পূর্ন যন্ত্রনির্ভর। টুথপেস্টের টিউবের নিচের এই মৌলিক রং স্কানারের মাধ্যমে বুঝে নিতে সুবিধা হয় ফলে নিচের অংশের রং দেখে যন্ত্র বুঝতে পারে কোথায় চাপ দিয়ে টিউব সিল করতে হবে। যন্ত্রের মাধ্যমে লাল, সবুজ, নীল , কালো এই রংগুলো সহজেই চিহ্নিত করা যায়। তাই এই রঙের ব্যাবহার। উপাদানের বিষয়টি সম্পূর্ন মিথ।

Related posts

পেনশনভোগীরা ব্যাঙ্কে না গিয়েও বাড়ি থেকেই জমা দিতে পারেন লাইফ সার্টিফিকেট! জেনে নিন কিভাবে

News Desk

এই রেস্তোরাঁয় কফি খেলে মিলবে মহিলা সঙ্গ! দেওয়া হয় সেক্সের অফার ও!!

News Desk

শ্বশুরের বানানো শরবত খেয়ে অজ্ঞান বৌমা, জ্ঞান ফিরতেই টের পেলেন কি ঘটে গেছে তার সাথে!

News Desk