Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

পুজোর আগেই ত্বকের জেল্লা বাড়ান ঘরোয়া পদ্ধতিতে, রইল ৩টি ফেসপ্যাক যা ম্যাজিকের মত কাজ করবে

অপেক্ষার অবসান ঘটিয়ে ধীরে ধীরে কখন যে সেই সময়টা চলে এলো বুঝতেই পারিনি আমরা কেউ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো একদম দোরগোড়ায়। প্রায় সকলেই চাই পুজোর সময় আমাদের দেখতে সুন্দর হোক। যে কারণে অনেকেই পার্লারে গিয়ে নিজেকে সুন্দর করতে অনেক টাকা খরচা করে থাকেন। কিন্তু এভাবে স্বল্প সময়ের জন্য জেল্লা ফিরলেও ত্বকের ভীষণ ভাবে ক্ষতি হয়।

ত্বকের বিশেষ যত্ন নিতে পুজোতে বাড়িতেই বানিয়ে নিন ফেসপ্যাক। সবচেয়ে বড় উপকারিতা বাড়িতে তৈরি ফেসপ্যাকের হল একটা ন্যাচারাল গ্লো (instant glow) চলে আসে আপনার ত্বকে। তাছাড়া এভাবে ত্বকের কিন্তু কোনও ক্ষতি হয়না ।

লেবু-টোম্যাটোর ফেসপ্যাক:

প্রথমে পাকা টোম্যাটো নিন একটা তারপর তার পিউরি বানিয়ে নিন। এবারে দুই টেবিল চামচ পাতিলেবুর রস তাতে মিশিয়ে ভাল করে মুখে, গলায় এবং ঘাড়ে লাগিয়ে নিন। ধুয়ে ফেলুন মিনিটকুড়ি বাদে। এই প্যাক ত্বকে ন্যাচারাল ব্লিচের কাজ করে। তবে সাথে এটাও মনে রাখতে হবে , আপনার ত্বকে যদি কোথাও কেটে যায় বা র‍্যাশ থাকে, এই ফেসপ্যাকটি সেক্ষেত্রে ব্যবহার করবেন না।

আলুর রস ও মধুর ফেসপ্যাক:

ত্বকের জন্য খুবই উপকারী আলুর রস ও মধুর তৈরি ফেসপ্যাক। আলু একদিকে যেমন ট্যান দূর করে সমস্ত দাগ দূর করে তেমনি কিন্তু খুব ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে মধু। এই প্যাকটি কিভাবে বানাবেন কয়েক টুকরো আলুকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে ছাঁকনিতে ছেঁকে এক চামচ মধু সেই আলুর রসের সঙ্গে মিশিয়ে মুখে গোটা শরীরে মাখতে পারেন। দুদিন করে এই প্যাকটি মাখুন পুজোর আগের সপ্তাহে। ১৫ মিনিট রাখতে হবে প্যাকটি মুখে সারা শরীরে মেখে। তারপর ধুয়ে ফেলতে হবে ঠাণ্ডা জলে।

টকদই, চন্দন ও গোলাপজলের ফেসপ্যাক:

যে সমস্ত উপকরণ গুলি এই প্যাকের মধ্যে থাকে যেমন টক দই আমাদের ত্বককে রোদে পোড়ার হাত থেকে রক্ষা করবে। মুলত শুষ্ক ও মিশ্র ত্বকের জন্য এই প্যাকটি। যাদের ত্বক তৈলাক্ত তারা সামান্য গোলাপজল মিশিয়ে নেবেন এই প্যাকে সাথে যা আপনাকে দিনভর ফ্রেশ রাখবে। এতে দ্রুত কমে আসবে রোদেপোড়া ভাব।

Related posts

নকল পর্নোগ্রাফি বন্ধ না করলে সমূহ বিপদ! যৌনতা কারণ হবে মানসিক মহামারীর

News Desk

নির্মাতাদের দেবতা বিশ্বকর্মা পূজো আজ। জানেন তার ‘বিস্ময়কর’ নির্মাণ কোনগুলি?

News Desk

মহিলার সমাধিতে মল মূত্র ত্যাগ! বিবাহ বিচ্ছেদের ৪৮ বছর পর প্রাক্তন স্বামীর কাণ্ডে চাঞ্চল্য

News Desk