বলিউডের কাস্টিং কাউচ সম্পর্কে কম বেশি প্রায় সবাই জানে। কিন্তু এবার এই কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধেই সমালোচনার শীর্ষে থাকা বিগবস খ্যাত অভিনেত্রী উড়ফি জাভেদ বড় রকমের এক অভিযোগ তুললেন। যদিও শুধুমাত্র অভিযোগ তুলেই ক্ষান্ত দেননি তিনি। উল্টে তার এবং ওই অভিযুক্ত ডিরেক্টরের যাবতীয় চ্যাটের স্ক্রিনশট সমাজ মাধ্যমে শেয়ার করে সবার সামনে এনে দিয়েছেন। নিজের বিভিন্ন ব্যাপারে বিতর্কিত মন্তব্য আর সেন্সশনাল ছবি শেয়ার করে বরাবরই সমালোচনার শীর্ষে থেকেছেন এই বিতর্কিত উড়ফি। তবে এবার অনেকেই উড়ফির পাশে দাঁড়িয়েছেন এই অভিযোগের ভিত্তিতে।
স্বপ্ন নগরী মুম্বাইতে অনেক মেয়েই অভিনেত্রী হওয়ার একরাশ স্বপ্ন নিয়ে আসেন। অনেকের মধ্যে কিছু মানুষের স্বপ্ন সত্যি হয় আর বাকিদের ফাঁদে পড়তে হয় এই কাস্টিং কাউচের। কিন্তু যখন উড়ফি এই কাস্টিং কাউচের শিকার হন তিনি কিন্তু চুপ করে থাকেন নি বরং সত্যিটা এনে দিয়েছেন সবার সামনে। রুপোলি পর্দার এতো রোশনাইয়ের পিছনে থাকা অন্ধকারকে সবার সামনে নগ্ন করে দিয়েছেন।
উরফি জাভেদ ওই ওবেদ আফ্রিদি (Obed Afridi) নামে কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধে অভিযোগ করেছেন, এমন অনেক নিষ্পাপ মেয়ে আছেন যাদের শুধুমাত্র একটি গানের ভিডিওতে রাখবেন বলে তাদের থেকে যৌন সুবিধা নেওয়ার দাবী করেছেন ওবেদ। তাকে বলেছেন কাজ পাইয়ে দেবেন কিন্তু একটাই শর্ত তাকে যৌন সুবিধা দিতে হবে। সাথে, উরফি তার ইন্সটা স্টোরিতে ওবেদ আফ্রিদির সঙ্গে তার চ্যাটের বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেছেন নিজের অভিযোগ ভিত্তিহীন নয় প্রমাণ করার জন্য।
ওই বিতর্কিত চ্যাটে, মিউজিক ভিডিওর বদলে উরফির সঙ্গে কথা বলতে দেখা গেছে কাস্টিং ডিরেক্টরকে তার যৌন চাহিদা পূরণের জন্য। তিনি উরফিকে আপস করতে বলেছিলেন কাজ না দিয়ে। আরও ৫ অভিনেত্রী এরপর যোগাযোগ করেন উরফির সাথে। যাঁদের সাথে ওই একই কাজ করেছে ওবেদ। একজনকে রাত কাটানোর প্রস্তাবও দেয় মিউজিক ভিডিয়োতে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে। আরও অনেক মেয়েও তার মতো এগিয়ে আসেন এবং তারাও কাস্টিং ডিরেক্টরের সমস্ত চ্যাট শেয়ার করেন তাদের ইন্সটা স্টোরিতে, যা উরফি আবার শেয়ার করেছেন তার ইন্সটা স্টোরিতে। অনেক মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য কাস্টিং ডিরেক্টরকে তিরস্কার করা হয়েছিল। মেয়েদের চ্যাটে, তাদের কাজ দেওয়ার বিনিময়ে কাস্টিং ডিরেক্টরকে নগ্ন ভিডিও কল করার দাবি করতে দেখা গেছে এবং যৌন সম্পর্ক ভাগ করে নেওয়ার কথাও তাদের সঙ্গে বলেছেন।
তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ওবেদ আফ্রিদি অস্বীকার করেছেন। ওবেদও ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করে প্রতিদিন এবং তার ইন্সটা স্টোরি তে উরফির অভিযোগ অস্বীকার করছেন। অবশ্য কাস্টিং ডিরেক্টরকে উরফি উপযুক্ত জবাব দিয়েছেন।