Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মৃতদের প্রমাণ গোপন করতে ভ্রাম্যমাণ শ্মশান চুল্লি নিয়ে ঘুরছে রাশিয়ার ফৌজ: রিপোর্ট

সারা পৃথিবীতে এখন জোর চর্চা রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ (Russia Ukraine War) ঘিরে। পূর্ণ শক্তি নিয়ে ইউক্রেন আক্রমণ করেছে রাশিয়া। যুদ্ধের কারণে ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা। ভয়াবহতায় স্তম্ভিত বিশ্ব। এবারে সামনে এলো আরেক চাঞ্চল্যকর রিপোর্ট। বলা হচ্ছে যুদ্ধের ভয়াবহতা এবং মৃত্যুর সঠিক আন্দাজ লুকিয়ে রাখতে রাশিয়া এখন ইউক্রেনে একটি মোবাইল বা ভ্রাম্যমাণ শ্মশান (mobile crematoriums) চুল্লি পাঠানোর প্রস্তুতি নিয়ে নিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ান পোর্টেবল শ্মশানের চুল্লির একটি ভিডিও শেয়ার করেছে। এর পরে জল্পনা চলছে যে রাশিয়া যুদ্ধে নিহত সেনাদের দেহাবশেষ সাথে সাথেই ধ্বংস করতে ইউক্রেনে একটি চলমান শ্মশান নিয়ে ঘুরছে। যার কারণে হতাহতের সঠিক চিত্র প্রকাশ করা যাচ্ছে না।

মোবাইল শ্মশান কি

জৈব-বর্জ্যের নিষ্পত্তি ঘটাতে পারে এই জাতীয় ব্যবস্থাপনা। অর্থাৎ মানবদেহের অবশিষ্টাংশ পুড়িয়ে দিয়ে ধ্বংস করতে সক্ষম এই গাড়ী চালিত যন্ত্র। যাতে তার কোনো অবশিষ্টাংশ না মেলে। ব্যবস্থাটি আসলে ট্রাকের সাথে সেট করা একটি অস্থায়ী চুল্লি। যেটি একেবারেই একজন মানুষের দেহাবশেষ পুড়িয়ে ধ্বংস করতে সক্ষম। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে এই গাড়ীটির দেখা মিলছে রুশ সেনাদের সঙ্গে। ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বৃদ্ধির সাথে সাথে মস্কো ইউক্রেনে মোবাইল শ্মশান স্থাপন করতে পারে। অর্থাৎ ইউক্রেনের সাথে যুদ্ধে সেখানে যত রাশিয়ার সেনার মৃত্যু ঘটছে তাদের চুল্লির ট্রাকে তুলে সাথে সাথেই পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে পুতিন সরকার। ইউক্রেনের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে এই ভ্রাম্যমাণ শ্মশান। রাশিয়ার আক্রমণের জবাবে ইউক্রেন পাল্টা আক্রমণ করলে রাশিয়ার কতজন সেনার মৃত্যু হয়েছে সে বিষয়টি সারা পৃথিবীর কাছে গোপন রাখতে রুশ প্রেসিডেন্ট এই কৌশল নিয়েছে এমনটাই জানাচ্ছে রিপোর্ট।

জানা গিয়েছে, চলন্ত এই চুল্লি যুক্ত ট্রাকের মধ্যে যেমন রয়েছে নানা মারণ যুদ্ধাস্ত্র তেমনই তৈরি করে নেওয়া হয়েছে একটি অস্থায়ী চুল্লি। রুশ সেনাদের সাথে ট্যাংক, মিলিটারি গাড়ি ইত্যাদির সাথেই দেখা মিলছে এই মোবাইল শ্মশান চুল্লি গাড়িরও। কেউ কেউ এমন ও অভিযোগ করেছেন, রাশিয়া শুধু নিজেদের সেনাই নয়, গুরুতরভাবে জখম ইউক্রেনের জনতাকেও নাকি এই অস্থায়ী চুল্লিতে নিয়ে পুড়িয়ে দিচ্ছে রাশিয়া। যাতে রাশিয়া কতটা ভয়ঙ্কর আক্রমণ করছে সেটাও গোপন থাকে।

Related posts

৪ বছর ধরে মহিলার গোপনাঙ্গে আটকে কাঁচের গ্লাস, দেখে তাজ্জব বনে গেলেন চিকিৎসকরাও

News Desk

১০৫ বছরের স্বামীর মৃত্যুর খবর শুনেই মারা গেলেন ১০১ বছর বয়সী স্ত্রী! শেষকৃত্য একই চিতায়!

News Desk

এই দেশের রাজা প্রতি বছর কুমারী মেয়ে বিয়ে করে ঘরে তোলেন। কারণ জানেন কেন?

News Desk