Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

৩২০০ বছর মন্দিরের গায়ে মিলল ‘আন্ডারওয়ার্ল্ড’-এর খোঁজ! কেমন সেই মাটির নিচের জগৎ?

একটি প্রাচীন ক্যালেন্ডার এবং পৃথিবীর পুরনো ম্যাপ তুরস্ক থেকে উদ্ধার হলো প্রত্নতাত্বিক বিভাগের খনন কার্যে । প্রত্নতাত্ত্বিক বিভাগ একটি মন্দির খনন করছিলো এবং সেখানেই কিছুক্ষন পর এই ম্যাপ উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। এই চিত্রের সন্ধান পাওয়া গেছে পাথরের গায়ে।

একটি ‘আন্ডারওয়ার্ল্ড’-এর উল্লেখ করা হয়েছে এই ম্যাপে , বলা হচ্ছে পৃথিবীর নীচে অবস্থান করছে এই ‘আন্ডারওয়ার্ল্ড’ । ১৮৩৪ সালে এই মন্দিরটি আবিষ্কার করেন ফরাসী প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ চার্লস টেক্সিয়ার।

underworld found in a temple

চুনাপাথরের উপর খোদাই করা খুঁজে পাওয়া চিত্রগুলির মধ্যে রয়েছে বিভিন্ন প্রাণী, শয়তান এবং ভগবানের ছবি। মন্দির আবিষ্কারের ২০০ বছর পরে বিজ্ঞানীরা এই চিত্রের রহস্য ব্যাখ্যা করতে পারলেন । গবেষকদের দাবি, আঁকা হয়েছে এই ছবিতে পৃথিবী, আকাশ এবং ‘আন্ডারওয়ার্ল্ড’-এর ছবি। পাশাপাশি আঁকা হয়েছে একটি দেওয়ালে সূর্যদেব এবং ঝড়ের দেবীর ছবিও ।

অন্য ছবিগুলির একটু উপরে, দেওয়ালে দেবতার ছবি রয়েছে । অন্যদিকে কম দেবতার ছবি আঁকা হয়েছে পূর্ব ও পশ্চিম দেওয়ালে। এছাড়া জন্ম-মৃত্যুও দেখানো হয়েছে চাঁদের বিভিন্ন অবস্থার ছবি এঁকে।

কখনও ছবি আঁকা হয়েছে খণ্ড চাঁদ, আবার কখনও পূর্ণ চাঁদের । মনে করা হচ্ছে সে সময় এই স্থলের জনজাতি ১৭ জন দেব-দেবীকে মেনে চলত। একটি দেওয়ালে এমন একটি ছবি আঁকা রয়েছে, যা তথ্য দেয় আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে।

এক গবেষক জানিয়েছেন, খুব সম্ভবত পুরো মহাবিশ্বের ধারণা করেই এই ছবি আঁকা হয়েছিল তখনকার দিনে । পৃথিবী, আকাশ, পাতাল এসব তো দেখানো হয়েইছে। পাশাপাশি সময়ের পার্থক্যও দেখানো হয়েছে দিন, রাত, শীত, গ্রীষ্ম এমন নানারকম।

Related posts

সাদা লেজযুক্ত হরিণে মিউটেশন ঘটাচ্ছে করোনার নতুন রূপ! মানবদেহেও ঘটাবে সংক্রমণ?

News Desk

বার্বিডলের মতো হওয়ার আকাঙ্খায় এমন কাজ করলেন মহিলা! শুনলে শরীরের লোম খাড়া হয়ে যাবে

News Desk

চল্লিশ পেরিয়েও আকর্ষক ফিগার। খোলা পিঠে হট ফটোশুট ঝর তুললেন রাইমা

News Desk