Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দ্রুত আধার সংশোধন করতে ব্যাক্তি প্রতি ৩০০০ টাকা চার্জ! কালোবাজারি চলছে রমরমিয়ে

আধার কার্ড সংশোধন করতে ৩ হাজার টাকা! হ্যাঁ, এমনই অস্বাভাবিক চড়া হারে চলছে আধার কার্ড সংশোধনের কালোবাজারি। বোলপুরে সম্প্রতি এক সংস্থার বিরুদ্ধে উঠেছে এমনই অভিযোগ। সাধারণত আধার কার্ডের বেশিরভাগ তথ্যাদি নিজেই সংশোধন করা যায়। একটি স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগই যথেষ্ট। আধার কেন্দ্র থেকে করালেও খরচ যত্সামান্য। ব্যাঙ্ক বা পোস্ট অফিসেও তা করা যায়।

কিন্তু সকলের কাছে স্মার্টফোন বা ইন্টারনেট নেই। থাকলেও আধার আপডেটের প্রক্রিয়া সম্পর্কে সকলে ওয়াকিবহাল নন। আর সেই সুযোগেই রমরমা ব্যবসা ফেঁদেছে কিছু সংস্থা। বোলপুরের এই সংস্থাটি যেমন আধারে নাম, ঠিকানা, জন্ম তারিখ সংশোধনের জন্য ৬০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত নেয় জনসাধারণের থেকে।

ব্যাঙ্ক ও পোস্ট অফিসে আধার কার্ড সংশোধনের জন্য প্রতিদিন ১৫ জন পর্যন্ত নাম নথিভুক্ত করা হয়। অন্যান্য কাজের চাপে সেখানকার কর্মীদের এই কাজে বেশি সময় দেওয়া সম্ভবও নয়। তাই দ্রুত আধার সংশোধন করতে এই সংস্থাগুলির কাছে যেতে বাধ্য হন সাধারণ মানুষ। বোলপুর, ইলামবাজার, লাভপুর-সহ শান্তিনিকেতনের বিভিন্ন এলাকাতেই এভাবে মোটা টাকার বিনিময়ে আধার সংশোধনের ব্যবসা চলছে বলে অভিযোগ।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বোলপুরের এমন এক সংস্থার কর্মীর পাল্টা অভিযোগ, UIDAI-এর কেন্দ্রে আধিকারিকরা আধার সংশোধন করতে মোটা টাকা কমিশন দাবি করেন। সেই কারণেই সাধারণ মানুষ তাঁদের কাছে আসেন। বেসরকারি ব্যাঙ্কের কিছু আধিকারিকও নাকি এমনটা করেন, দাবি তাঁর। বিষয়টি কানে গিয়েছে বোলপুরের এসডিও অয়ন নাথের। তিনি স্বীকার করেন যে এমন কাজের বিষয়ে প্রশাসনের কাছে খবর ছিল না। তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ বেআইনি। শীঘ্রই এই সংস্থাগুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Related posts

অন্য কেউ কি আপনার হোয়াটসঅ্যাপ বার্তা পড়ছেন? এইভাবে চেক করতে পারেন সহজ উপায়ে

News Desk

অবিশ্বাস্য! প্রেমিক গুগল সার্চ করে শিউরে ওঠার মতন কান্ড ঘটালেন প্রেমিকার সাথে!

News Desk

ভাইরাল ভিডিয়ো বানানোর নেশা, ভদ্রেশ্বরে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু কিশোরের

News Desk