Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

করোনা টিকা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ শিলিগুড়িতে: একই দিনে দিয়ে দিল টিকার দুটি ডোজ

টিকা ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ উঠল শিলিগুড়িতে। টিকার নিতে যাওয়া এক ব্যাক্তি কে দুটি টিকার ডোজ একেবারেই দিয়ে দেওয়া হল। এমন ঘটনা ঘটেছে গত মঙ্গলবার শিলিগুড়ির চয়নপাড়ায় পুর নিগমের ৪ নম্বর উপ স্বাস্থ্য কেন্দ্রে এক ব্যাক্তির সাথে। ব্যাক্তির নাম সুজিত চন্দ্র দেবনাথ। তার অভিযোগ টিকা নিতে গেলে তাকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়। এরপর তাকে ওখানেই কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয় , টিকা নেওয়ার পর অবজারভেশনে থাকার জন্য। তারপরই ফের আরও একবার দিয়ে দেওয়া করোনা টিকা। সুজিত বাবুর অভিযোগ তিনি বাঁধা দিলেও তার বাধায় কান দেননি কেউই।

কোভ্যাক্সিন না কোভিশিল্ড? কিসে অ্যান্টিবডি বেশি! গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সুজিতবাবু সংবাদমাধ্যমে কাছে জানান , ‘ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে অপেক্ষা করছিলাম। আমাকে যে ভায়াল থেকে টিকা দেওয়া হয় সেটাই ওই টিকার প্যাকেটের শেষ ভায়াল। খানিক পর ওরা নতুন একটি ভায়াল খুলে ফের আমাকে করোনা টিকা দিয়ে দেন। বাঁধা দিলেও ওরা তা কানে তোলেননি। প্রসঙ্গত সুজিতবাবু কে কোভিশিল্ডের(Covishield) প্রথম ডোজ দেওয়া হয়। কিছুক্ষণ পর ফের কোভিশিল্ডের আর একটি ডোজ দিয়ে দেওয়া হয়। এরপর আমাকে জানানো হয় ফোনের মাধ্যমে, যে কোনও পার্শপ্রতিক্রিয়া হলে যেন আমি স্বাস্থ্যকেন্দ্রের সাথে যোগাযোগ করি।’

কিন্তু এও কি সম্ভব? কি করে হলো এমনটা!ওই ভদ্রলোকের দাবি, স্বাস্থ্য কর্মীরা নিজেদের ভেতর গল্প মশগুল ছিল বলেই এই বিপত্তি ঘটেছে। যদিও করোনা টিকার দুটি ডোজ দেওয়ার কথা স্বীকার করেননি উপ স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা। তাঁদের দাবি, করোনা টিকার একটি মাত্র ডোজই পেয়েছেন সুজিতবাবু।

এই ২বার করোনা টিকা ঘটিত অভিযোগ নিয়ে CMOH ডাঃ প্রলয় আচার্য জানান, যদি এই ঘটনাটি সত্যি সত্যিই হয়ে থাকে তাহলে আমার কাছে যার সাথে এমনটি হয়েছে সেই ব্যক্তি লিখিত অভিযোগ করলে আমি এর সঠিক ব্যবস্থা নেব। তবে আমার কাছে এখনও অবধি এই রকম ঘটনার কোনো ধরনের খবর এখনো আসেনি।

Related posts

ঘুম থেকে উঠে ২০ বছরের স্মৃতি গায়েব ৩৭ বছরের ব্যাক্তির! স্ত্রীর কাছে স্কুলে পড়তে যাওয়ার বায়না

News Desk

আগামী বছর কবে শুরু দুর্গা পুজো? মহালয়া থেকে দশমী কবে কি এক নজরে

News Desk

৯ বছরের বাচ্চা মায়ের কাছে কাকুতি মিনতি করছ বাঁচতে! ভিডিও দেখে থ নেটিজনেরা

News Desk