Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

গোটা পরিবারের সকলে খেল মাংস ভাত! রাত কাটতে না কাটতেই মর্মান্তিক পরিণতি সকলের

মাংস ভাত খেয়ে সহ্য হল না অসুস্থ হয়ে পড়ল পরিবারের সকলে। এতোটাই বেশী যে সেই পরিবারের দুই শিশু প্রাণ হারালো। সেই দুই শিশুর রহস্য মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বর্ধমানে। জানা গেছে এক পরিবারের আরও চারজন শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের কাঞ্চন নগর রথতলা ভট্টাচার্য কলোনি এলাকায়। কেন, কিভাবে, কী কারণে ঘটে গেল এই মৃত্যু এবং অসুস্থতার ঘটনা, তা নিয়ে এলাকায় চূড়ান্ত চাঞ্চল্য।

জানা গিয়েছে মৃত দুই বালকের নাম শুভঙ্কর ঘোষ আর রাহুল ঘোষ। তাদের বয়স যথাক্রমে ১২ বছর এবং ৯ বছর। তারা বর্ধমান জেলা স্বাস্থ্য দফতরের গাড়ি চালক রবি ঘোষের ছেলে। এছাড়াও সেই পরিবারের রবি ঘোষ, তাঁর মেয়ে শর্মিলা ঘোষ, তাঁর মা সন্ধ্যা ঘোষ, বোন শর্মিষ্ঠা মাঝি মারাত্মক ভাবে অসুস্থ। এদের সকলকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে। এর মধ্যে বাড়ির কর্তা রবি ঘোষ এখন বিপদসীমার বাইরে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তের পর খাবারে বিষক্রিয়া থেকে এই ঘটনা বলে অনুমান পুলিশের। বাড়িতে মাংস ভাত খেয়েছিল পরিবারের সকলে মঙ্গলবার রাতে। কমবেশি অসুস্থ বোধ করছিল বাড়ির সদস্যরা বুধবার সকাল থেকেই। পরামর্শও নেওয়া হয় চিকিৎসকের। কিন্তু দুই শিশুর শারীরিক অবস্থার অবনতি হয় বৃহস্পতিবার রাতে।

সকলকে অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার ভোরে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশীরা। কিছুক্ষণ চিকিৎসা চলার পর সেখানে দুই শিশুর মৃত্যু হয়। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এই ঘটনায়। বর্ধমান থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে।

Related posts

মহম্মদ শামির প্রতি মুগ্ধ এই মার্কিন পর্নস্টার! সোশ্যাল মিডিয়ায় শামির জন্য দিলেন বিশেষ বার্তা

News Desk

থানায় মেয়ের অপহরণের FIR বাবার, এদিকে মেয়ের ফেসবুকে স্টেটাস দেখে হতবাক নেটিজেনরা

News Desk

সামনে কি করোনার চতুর্থ ঢেউ? গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত প্রায় দ্বিগুণ, বাড়ল মৃত্যুও

News Desk