Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

শুধু পাকিস্তান নয়, ভারতের আরেক প্রতিবেশী দেশে সার্জিক্যাল স্ট্রাইকের নায়ক বিপিন রাওয়াত

তামিলনাড়ুর কুন্নুরে এক মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) বিপিন রাওয়াতের (Bipin Rawat) মৃত্যু হয়েছে। বুধবার সকালে কুন্নুরের দুর্গম পাহাড়ি এলাকায় তাঁর কপ্টারটি আগুন লেগে ভেঙে পড়ে। কপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের (Bipin Rawat) স্ত্রী মাধুলিকা রাওয়াত এবং আরো ১২ জন সেনার পদস্থ আধিকারিকরা।

ভীষণ দক্ষ এবং কৌশলী এক সেনা অধিনায়ক কে হারিয়ে শোকার্ত দেশবাসী। সন্ত্রাসবিরোধী নানা অভিযানে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন বিপিন রাওয়াত।

বলা হয় উরি তে ১৮ সেপ্টেম্বর শহিদ হওয়া ভারতীয় ১৯ সেনা জওয়ানের মৃত্যুর প্রতিশোধ নিতে পাকিস্তানে যে সার্জিক্যাল স্ট্রাইক সফলতার সাথে চালনা করেন সেই সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়ে জানতেন যে কয়েকজন সেনা আধিকারিক তাদের মধ্যে অন্যতম বিপিন রাওয়াত (Bipin Rawat)। সেনা সূত্রে খবর, ২০১৬-র সার্জিক্যাল স্ট্রাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS)।

তামিলনাড়ুর কুন্নুরে এক মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) বিপিন রাওয়াতের (Bipin Rawat) মৃত্যু হয়েছে। বুধবার সকালে কুন্নুরের দুর্গম পাহাড়ি এলাকায় তাঁর কপ্টারটি আগুন লেগে ভেঙে পড়ে। কপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের (Bipin Rawat) স্ত্রী মাধুলিকা রাওয়াত এবং আরো ১২ জন সেনার পদস্থ আধিকারিকরা।

ভীষণ দক্ষ এবং কৌশলী এক সেনা অধিনায়ক কে হারিয়ে শোকার্ত দেশবাসী। সন্ত্রাসবিরোধী নানা অভিযানে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন বিপিন রাওয়াত।

বলা হয় উরি তে ১৮ সেপ্টেম্বর শহিদ হওয়া ভারতীয় ১৯ সেনা জওয়ানের মৃত্যুর প্রতিশোধ নিতে পাকিস্তানে যে সার্জিক্যাল স্ট্রাইক সফলতার সাথে চালনা করেন সেই সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়ে জানতেন যে কয়েকজন সেনা আধিকারিক তাদের মধ্যে অন্যতম বিপিন রাওয়াত (Bipin Rawat)। সেনা সূত্রে খবর, ২০১৬-র সার্জিক্যাল স্ট্রাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS)।

Related posts

গভীর রাতে চুরি করতে এসে মর্মান্তিক পরিণতি চোরের! চোরের অবস্থা দেখে শিহরিত লোকজন

News Desk

OYO হোটেলের আড়ালে রমরমিয়ে চলছিল দেহ ব্যাবসা! পুলিশ অভিযান চালাতে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

News Desk

বাঁচতে পারেন ১৫০ বছর পর্যন্ত! বলছে গবেষণা

News Desk