ট্রেনে তৃতীয় লিঙ্গের বা বৃহন্নলাদের চাঁদাবাজির অভিযোগ মাঝেমধ্যে সামনে আসে। কলকাতা ও শহরতলীর লোকাল ট্রেনেও এই ঘিরে যাত্রীদের অভিযোগ আছে। তৃতীয় লিঙ্গের টাকা পয়সা চাওয়ার দাবিতে হয়রান হতে হয় রেল যাত্রীদের। দাবি মতো টাকা না পেলেই যাত্রীদের উদ্দেশ্যে আসে আপত্তিকর কথা, অশ্লীল নানা আকার ইঙ্গিত এমনকি চলন্ত ট্রেনে যাত্রীদের শারীরিক হেনস্থার অভিযোগও বার বার উঠেছে বৃহন্নলাদের বিরুদ্ধে।
আবারো এমন একটি ঘটনা সামনে এলো শিয়ালদা দক্ষিণ শাখার লোকাল ট্রেনের যাত্রীর তরফে। ABP Ananda এর প্রকাশিত একটি মিডিয়া রিপোর্টস অনুযায়ী দাবিমতো টাকা না পাওয়ায় এক ভাই বোনের উপর চড়াও হয় বৃহন্নলাদের দল। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। নিগৃহীত পরিব্যক্তি ও তার বোনের অভিযোগ সোমবার রাতে লক্ষ্মীকান্তপুর লোকাল যখন সুভাস গ্রাম ও সোনারপুরের মাঝামাঝি ছিল সেই সময় চলন্ত ট্রেনে তাদের উপর নিগ্রহ চালায় বৃহন্নলারা। অভিযোগ বৃহন্নলাদের দল তাদের কাছ থেকে ৫০ টাকা দাবি করে। এতটা সম্ভব নয় জানিয়ে তাদের দশ টাকা দেন ওই দুই ভাইবোন। এতেই নাকি উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় বাদানুবাদ, এবং হেনস্থা করা হয় অভিযোগকারী ভাই বোন কে।
শুরু উল্টাপাল্টা কথাই নয় রীতিমতো গায়ে হাত তোলেন তারা। শারীরিক আঘাত পান সুজন হালদার নামক ওই ব্যক্তি। বাদ যাননি তার দিদিও। পরের স্টেশন সোনারপুরে নেমে তারা জিআরপি-তে অভিযোগ জানান। রেল পুলিশ সূত্রে জানানো হয়েছে অভিযোগ তারা পেয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। অবশ্য এখনও অবধি কোনো অভিযুক্ত বৃহন্নলা কে ধরা যায়নি।
অবশ্যই প্রথম নয় এর আগেও শিয়ালদা বনগাঁ শাখার লেডিস স্পেশাল ট্রেনে যাত্রীদের উপর বৃহন্নলারা চড়াও হয়েছিলেন বলে অভিযোগ উঠে আসে। যাত্রীরা সেই সময় জানিয়েছিল দাবি মতো টাকা না পাওয়ায়, তাঁদের জিনিসপত্র ধরে টানাটানি শুরু করেছিলেন সেই কামরায় উপস্থিত বৃহন্নলারা। এমনকি তখনও বাদ যায়নি শারীরিক নিগ্রহ, জখমও হন অনেকে, দেওয়া হয় হুমকিও। সারা ভারতে বিভিন্ন সময়ে ট্রেনে বৃহন্নলাদের অত্যাচার নিয়ে প্রচুর অভিযোগ সামনে আসে। রেল কর্তৃপক্ষ সাময়িক ব্যবস্থা নিলেও খুব একটা পরিবর্তন কিছুই চোখে আসেনা। এই ঘটনায় এখনো অব্দি অভিযুক্তরা অধরা, কবে তাদের নাগাল পান রেল পুলিশ সেটাই দেখার।