Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

পর্যটক টানতে বিশেষ অফার দিচ্ছে দীঘার হোটেল কর্তৃপক্ষ! বেড়াতে যাওয়ার আগে জেনে নিন কি কি

ভারতে দ্বিতীয় ঢেউয়ের করোনা সংক্রমনের ধাক্কা একটু শিথিল হওয়ায় খুলেছে রাজ্যের নানা পর্যটন কেন্দ্রগুলো। শিথিল হয়েছে কিছুটা বিধি নিষেধও। দক্ষিণ বঙ্গের যে পর্যটিনস্থলটি এই ক্ষেত্রে সবচেয়ে প্রিয় টুরিস্টদের কাছে সেটা হল দীঘা। অন্য সময় প্রায় সারা বছরই ভিড় লেগে থাকে দীঘায়। কিন্তু গত দেড় বছর ধরে চিত্রটা একটু ভিন্ন। একে তো কোভিড আতঙ্কে পর্যটকরাও কম ভিড় করছে। তার উপরে রয়েছে প্রশাসনের নানা নিষেধাজ্ঞা। কিছুদিন আগেই জানানো হয়েছে আসন্ন তৃতীয় ঢেউয়ের সংক্রমন কে প্রতিরোধ করতে কাঁথি মহকুমা প্রশাসন বলেছে দীঘা বা পার্শ্ববর্তী যেকোনো অঞ্চলের সমুদ্র সৈকতের হোটেলে উঠতে লাগবে ৭২ ঘণ্টার মধ্যে করা আরটিপিসআর করোনা নেগেটিভ রিপোর্ট বা টিকার দুটি ডোজের সার্টিফিকেট। এমন কঠোর নিষেধাজ্ঞা আর করোনা ভাইরাসের দাপট এই দুই ঘিরে ভাঁটা এসেছে দীঘা পর্যটনে। তাই যথেষ্ট ক্ষতির মুখে পড়েছে হোটেল মালিক এবং পর্যটন ব্যাবসা।

Tourist in Digha will get special discount in their travel

তাই পর্যটকদের টানতে দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন হোটেল বুকিংয়ে ক্ষেত্রে নিয়ে এসেছে এক দারুণ অফার। তাই পর্যটকদের এবার খুশির খবর। যদি আপনি করোনা বিধি মেনে একবার ঘুরে আসতে চান দীঘা তাহলে মিলতে পারে দুর্দান্ত ছাড়।
অনলাইনে দীঘায় হোটেল বুক করতে অথবা যদি দিঘায় এসেও সরাসরি হোটেলের রুম স্পট বুকিংয়ের ক্ষেত্রে এই বিশেষ ছাড় উপলব্ধ হবে।

দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন সূত্রে খবর, আগে দীঘায় হোটেলের যে রুম ২০০০ টাকায় পাওয়া যেত , তা এই মুহূর্তে মিলবে ১৫০০ টাকা থেকে ১৭৫০ টাকায়। একই ভাবে ১৫০০ টাকার দীঘার রুম পাওয়া যাবে ১০০০ টাকা থেকে ১৩০০ টাকার মধ্যে, ১০০০ টাকার রুম ৮০০ টাকায় পর্যন্ত মিলতে পারে।

অবশ্য দীঘার নানা হোটেল ট্যারিফ এবং ঘরের ভাড়ায় ছাড় মিললেও, দীঘায় বেড়াতে আসা পর্যটকদের কোভিড বিধি মেনে চলার ক্ষেত্রে কোনও ধরনের আপোস করা হবে না বলে দীঘা হোটেল মালিকদের সংগঠনের তরফে জানানো হয়েছে।

অবশ্য যে সমস্ত বেড়াতে আসা পর্যটকের ৭৮ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর পদ্ধতিতে করা কোভিড রিপোর্টের সার্টিফিকেট নেই, সেই সমস্ত পর্যটকের জন্যও হোটেল মালিকদের সংগঠন করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

অনেকেই করোনা টিকার দু’টি ডোজ না নিয়ে বা সব ক্ষেত্রে কোভিড টেস্ট করানো ৭৮ ঘণ্টার মধ্যে সম্ভব হয় না। সেই সব পর্যটক হোটেলেই নিজেদের করোনা টেস্ট করিয়ে নিতে পারেন। মাত্র ২০০ টাকার বিনিময়ে পর্যটকদের অ্যান্টিজেন (Antigen Test) করানো হচ্ছে। দীঘায় পরীক্ষা কেন্দ্রগুলি থেকে করোনা অ্যান্টিজেন টেস্ট (Covid Antigen tests) করিয়ে ফলাফল পেতে সময় লাগবে মাত্র ১৫ মিনিট। তারপর হাতে হাতে রিপোর্ট পেয়ে যাবেন পর্যটকরা। এতে আর তাদের দীঘা বেড়াতে আসায় কোনো অসুবিধে রইল না।

Related posts

এবারে পশ্চিমবঙ্গেও মিলল কালো ফাঙ্গাসের থাবা, ৩ জনের শরীরে পাওয়া গেল এই মারণ ছত্রাক

News Desk

মাঠে খেলতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা.. স্কুলের মেডিকেল ক্যাম্পে ৮ বছরের মেয়ে জানালো বিস্ফোরক তথ্য

News Desk

বিনামূল্যে বিতরিত হচ্ছে পেট্রোল এবং সর্ষের তেল। অভিনব চমক পশ্চিমবঙ্গের এই জেলায়।

News Desk