আবারও টর্নেডো দেখা মিলল বাংলায়। এবার হুগলি নদীতে। এদিন সকালে সাগরদ্বীপের কাছে হুগলি নদীতে টর্নেডোর মতা পরিস্থিতি তৈরি হয়। নদীর মধ্যেই স্তম্ভের মতো পাক খেয়ে জল উপরের দিকে উঠছিল। বেশ কিছুটা সময় স্থায়ী হয় সেই পরিস্থিতি। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
স্থানীয়রা জানায় জল স্তম্ভ আকারে পাক খেয়ে উপরের দিকে উঠছিল। নদীর বুক থেকে ক্রমশ তীরের দিকে আসতে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রায় আধঘণ্টা ধরে নদীর উপর ছিল ওই টর্নেডো। পরে নদীর উপরেই মিলিয়ে যায় তা।নদী থেকে স্থলভাগে না ঢোকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয়রা।স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের ঘটনা এর আগে কখনও দেখেননি তাঁরা।
সামনেই আসছে অমাবস্যার কটাল। তার সাথে নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় সামুদ্রিক জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায় মাইকে প্রচার করে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছ। মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি, পর্যটকদের সমুদ্রের ধারেকাছে যেতে নিষেধ করেছে প্রশাসন। তার মধ্যেই এই টর্নেডো (tornedo) আতঙ্ক ছড়িয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে যখন ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হয় তখন এ ধরনের ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে অনেক সময় ছোটখাটো টর্নেডো তৈরি হয়ে থাকে সমুদ্র বা নদীর ওপর। আবহাওয়া মন্ডলের ওপরে ও নিচে তাপমাত্রার ফারাক থাকলে এমনটা হয়ে থাকে। ঘূর্ণাবর্তের অনুকূল পরিস্থিতি সময় এ ধরনের ছোটখাটো টর্নেডো সমুদ্র বা নদীতে তৈরি হয়ে থাকে।