Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

“রাজনীতি করা হচ্ছে!” ইন্ডিয়াগেটে নেতাজীর মুর্তি স্থাপনের সিদ্ধান্তের সমালোচনা মমতা সরকারের

ভারতবাসীর কাছে এ এক বিশাল গর্বের দিন। রাজধানীর বুকে ইন্ডিয়া গেটে শোভা পেতে চলেছে বাঙালি তথা ভারতের গর্বের বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রানাইট পাথরের তৈরী এক বিশাল মূর্তি। কিন্তু এই আবহেও বাদ যাচ্ছে না নোংরা রাজনীতির লড়াই। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালেও নেতাজির জন্মদিনে তাঁকে নিয়ে শুরু হয়েছে এক অভূতপূর্ব টানাপোড়েন শুরু হয়েছে। প্রসঙ্গত, নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু বাংলা নয়, গোটা দেশের কাছেই এক জনপ্রিয় রাষ্ট্র নেতা। সিদ্ধান্ত কে কিছুটা সমর্থন করলেও সমালোচনা করতে ছাড়ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

শুক্রবার পশ্চিমবঙ্গ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস (টিএমসি) নিউ দিল্লীতে ইন্ডিয়া গেট থেকে অমর জওয়ান জ্যোতি , নাশনাল ওয়ার মেমোরিয়ালে স্থানান্তরের বিরোধিতা করেছে এবং ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর গ্রানাইট পাথরের নতুন মূর্তি প্রতিষ্ঠার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তীব্র সমালোচনা করেছে।

তৃণমূল কংগ্রেস লোকসভা সদস্য সৌগত রায় বলেছেন “১৯৭১ সালের বাংলাদেশ যুদ্ধের পর ইন্দিরা গান্ধী অমর জওয়ান জ্যোতি জ্বালিয়েছিলেন।” তিনি আরো বলেন “নরেন্দ্র মোদি, 2019 সালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল স্থাপন করেছিলেন।” সেখানে অমর জওয়ান জ্যোতির স্থানাতর হওয়াকে সমালোচনা করেছেন তিনি। TMC এর মুখপাত্র সৌগত রায় বলেন “ভারতের স্বাধীনতা সংগ্রামে বিজেপি ও আরএসএসের কোনো অবদান ছিল না। বিজেপি আমাদের ইতিহাসকে মুছে ফেলতে চায় এবং একটি বিকৃত বর্ণনা উপস্থাপন করতে চায়,”।

পশ্চিমবঙ্গের রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর গলাতেও একই সুর। তিনি বলেন “বিজেপি নির্বাচনের দিকে নজর রেখে নেতাজিকে নিয়ে রাজনীতি করছে,”।

সৌগত রায় বলেন যে কেন্দ্র নেতাজি মূর্তি স্থাপন করছে একটিই উদ্দেশ্যে। যাতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজ্যের ট্যাবালো প্রত্যাখ্যানের বিষয় থেকে দেশবাসীর নজর ঘোরানো যায়।”

প্রসঙ্গত রাজনীতি বিশ্লেষকদের মতে ২০১৪ সালে ক্ষমতায় এসে নরেন্দ্র মোদী প্রথম নেতাজির বিষয়ক নথি নিয়ে কাজ করেন, আইএনএ-র (INA) সমস্ত নথির ব্যাপারে, যেগুলো ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহেরুর সময় থেকে তার আগে পর্যন্ত প্রকাশিত হয়নি। অভিযোগ উঠেছে, নেহেরু এগুলো প্রকাশ পেতে দেননি কেননা, ব্রিটিশরা বলেছিল, নেতাজি একজন যুদ্ধ অপরাধী। নরেন্দ্র মোদী সরকার আশার পর সমস্ত নথি এখন প্রকাশিত হচ্ছে।

এর আগে এনডিএ (NDA) সরকারের আমলে যখন আডবাণী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন। লক্ষণীয় মমতা বন্দ্যোপাধ্যায় তখন এনডিএ-তে ছিলেন এবং তিনি সেই সময় বিজেপির এই বিষয়ে তার সমর্থন ছিল।

নেতাজীর জন্মদিনে তাঁকে নিয়ে টানাহিচড়া করার প্রতিবাদে বঙ্গীয় বিজেপির প্রধান মুখপাত্র সমিক ভট্টাচার্য বলেছেন “কংগ্রেস এবং বামপন্থীরা, যারা স্বাধীনতা সংগ্রামে নেতাজির ভূমিকাকে খাটো করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল, যখন বিজেপি নেতাজির জন্মদিনকে পরক্রম দিবস হিসাবে উদযাপন করছে তখন তারা এর বিরুদ্ধে আওয়াজ তুলেছে। এটি একটি অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টির চেষ্টা ছাড়া কিছুই নয়।”

অবশ্য নেতাজি কন্যা অনিতা বসু পাফ কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সারা দেশেও নেতাজীর এই মূর্তি উন্মোচন ঘিরে রয়েছে যথেষ্ট উৎসাহ।

নেতাজি গবেষক অনুজ ধর এই প্রসঙ্গে বলেছেন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরা কোনোদিনই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য লড়াই করেনি। যদি এমনটা করত তাহলে সংসদে বাংলার যত সাংসদ রয়েছেন তাঁরা কেন এতদিনে একসাথে এই মূর্তি প্রতিষ্ঠার দাবি পেশ করতে পারলেন না!

নেতাজির মূর্তি ইন্ডিয়া গেটে প্রতিস্থাপনের জন্য প্রধানমন্ত্রী মোদীর ঘোষণার পিছনে রয়েছে জেনারেল জিডি বক্সির তৎপরতা এবং উদ্যোগ।

Related posts

১০৪ জন যাত্রী সমেত সুড়ঙ্গে ঢুকেই গায়েব হয়ে যায় আস্ত একটি ট্রেন! ১১০ বছরেও খোঁজ মেলেনি

News Desk

কে কে দেখতে পাবে আপনার হোয়াটসঅ্যাপের ‘লাস্ট সিন’? ফিচারে পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ

News Desk

হিন্দুর ছদ্মবেশে বেঙ্গালুরুতে লুকিয়েছিল যুবক! আসল পরিচয় জেনে স্তম্ভিত পুলিশও

News Desk