ইতিমধ্যেই নিজের নাম বদলে ‘ ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া ‘ (Battle Ground Mobile India) নাম নিয়ে ভারতে ইতিমধ্যেই ফিরে এসেছে পাব-জী (PUB-G)। এবারে ভারতে ফিরে আসছে বহুল জনপ্রিয় শর্ট ভিডিও ক্রিয়েটিং অ্যাপ ‘টিকটক’ (TikTok)। জুলাই মাসের শুরুর দিকে অ্যাপ প্রস্তুতকারী কোম্পানির তরফে আবেদন করা হয়েছে ভারতের সরকারের কাছে। কোম্পানির এই আবেদনে বলা হয়েছে, ভারতের তথ্যপ্রযুক্তি আইন মেনেই এই দেশে ব্যবসা করবে তারা।
গত বছর ভারতে ব্যান হয়েছিল জনপ্রিয় অ্যাপ ‘টিকটক’। ‘টিকটক’-এর ব্যান হয়ে যাওয়ায় আরো নানা সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক ইত্যাদি অ্যাপও একই ধরনের ভিডিও ক্রিয়েশন ফিচারস নিজেদের প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করেছে। কিন্তু সেগুলির মধ্যে কোনওটিই ‘টিকটক’-এর মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেনি।
প্রসঙ্গত, গত বছর ভারত এবং চিনের সম্পর্কে অবনতির জেরে ২৯ জুন টিকটক ও ইউসি ব্রাউজার সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ হয়ে যায় এ দেশে। পরে সেই আরো অ্যাপ সেই তালিকায় যুক্ত হওয়ায় সংখ্যা গিয়ে দাড়ায় ২২৪ -এ। টিকটক এর পাশাপাশি ব্যান (BANNED) হয় হ্যালো, ইউসি ব্রাউজার ইত্যাদি বিভিন্ন চিনা অ্যাপ।
সরকারি নির্দেশে বলা হয় অ্যাপগুলি ভারতের সার্বভৌমত্ব, প্রতিরক্ষা, সংহতি, এবং দেশের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক এবং এই কারণেই এই সব অ্যাপ নিষিদ্ধ করা হয় সরকারের তরফে। ভারতে ব্যান (Banned) হওয়ায় প্রায় ২০ কোটি ব্যবহারকারীকে হারায় টিকটক। ক্ষতির মুখে পড়ে অ্যাপটি।
তাই ভারতীয় বাজারে ফেরাতে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা করেছে টিকটকের নির্মাতা মূল সংস্থা বাইটডান্স। এমনকী এই চিনা সংস্থাটি আশ্বাসও দিয়েছে ভারতীয় প্রযুক্তি আইন মেনে কাজ করার । যদিও এখনও বাইটডান্স সংস্থার তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি, তাও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রিপোর্ট থেকে বোঝাই যাচ্ছে, তারা ফিরবে এই অ্যাপ তা অবশ্য এখনও জানা যায়নি। বিষয়টি এখনও সরকারে বিচারাধীন।