Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

প্রেমিকা দিশা পাটানি নয়, স্কুলে পড়ার সময় এই অভিনেত্রীর জন্যে পাগল ছিলেন টাইগার, আজ দুজনে কো-স্টার

বলিউডে কোনও সিনেমার জুটির প্রেম কাহিনী আজকের নতুন নয়। তার উপর বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে তো জুটির একসাথে ছবি দিলে কথাই নেই। কথা বলছি টাইগার শ্রফ আর দিশা পাটানির, বাঘি ২ ছবির পর এই জুটি একসাথে ডেটেও গেছিলেন। সম্ভাব্য আংটি বদল থেকে শুরু করে ফ্রেম বন্দি ছবি শেয়ার সব ই করেছিলেন। কিন্তু সে সম্পর্ক বেশিদিন টেকেনি। কয়েক দিন পর তাদের বিচ্ছেদ ঘটে যায় এবকঙ আবারো তারা একসাথে থাকে। 

টাইগার শ্রফের লাভ লাইফ খবরের শিরোনামে ২০১৯ থেকেই। কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন জ্যাকি পুত্র সেই প্রশ্নের উত্তর মিলেছিল বছর দেড়েক আগেই।

টাইগার শ্রফ দিশা পাটানিকেই বিয়ে করতে চলেছেন । তারই প্রমাণ দিয়েছিল নেট দুনিয়ায় একাধিক ছবি পোস্ট থেকে শুরু করে তাঁদের বাক্যালাপ।

তবে বেশিদিন স্থায়ী হয়নি সেই সম্পর্ক। তাঁদের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে তা কিছুদিনের মধ্যেই সামনে আসে।

এরপরই শ্রদ্ধা কাপুরের নাম সামনে আসে। তবে আর কোনও জল্পনা নয়,সেই কথা ছবির প্রমোশনে টাইগার এবার নিজে মুখেই জানালেন ।

শ্রদ্ধার প্রেমে ছোট থেকেই হাবুডুবু খাচ্ছিলেন টাইগার। কিন্তু সাহস করে বলে উঠতে পারেননি কোনও দিনই ।

এক সাক্ষাৎকারে নিজের মনে কথা খুলে বললেন টাইগার শ্রফ বাঘি ৩ মুক্তির আগে। জানালেন শ্রদ্ধার বাস ছোট থেকেই মনে কোনে।

ভালোলাগা স্কুল থেকেই শুরু। সেখানে নাকি নিজের চুল উড়িয়ে প্রতিদিন হাজির হতেন শ্রদ্ধা, তখন থেকেই তাঁর ফ্যান টাইগার।

তবে শ্রদ্ধা কাপুর এই বিষয় কিছুই জানতেন না। ছবির প্রমোশনে প্রথম এই কথা শুনলেন তিনি টাইগারের মুখেই। শ্রদ্ধা তা স্পষ্ট করে দেন। 

Related posts

জলে ভাসানো যায়নি চিতাভস্ম! করোনায় মৃতদের চিতাভস্ম দিয়ে স্মৃতির উদ্দেশে পার্ক তৈরি করবে এই শহরে

News Desk

সংক্রমণ কমে ২ মাস পর নতুন করে আবারও করোনা কেস দ্রুত বৃদ্ধি ইউরোপে, সতর্ক করল হু

News Desk

গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো কাবুলের মেয়েদের বিদ্যালয়। নিহত অন্তত ৫৫, আহত ১৫০ এরও বেশী।

News Desk