Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

তিনটি শুভ যোগ তৈরী হচ্ছে এই বছর বিজয়া দশমীর দিন! জেনে নিন কোন কোন সময়

প্রতি বছর ধরাধামে আসেন মা দুর্গা! চারদিন ছেলে মেয়ে সমেত পূজিত হওয়ার পর দশমী তিথিতে মা কৈলাসে করেন প্রত্যাবর্তন। আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতি হিন্দু ধর্মাবলম্বীরা বিজয়াদশমী ও দশেরা উৎসব পালন করে। ২০২১ সালের ১৫ই অক্টোবর শুক্রবার বিজয়া দশমী পালিত হবে। অন্যায়ের উপর ন্যায়ের দিন আর ধর্ম এবং সত্যের জয়ের দিন হিসেবে সারা ভারতে উদযাপিত হয় বিজয়া দশমী। রামায়ণের কাহিনী অনুযায়ী এই দিনই রাবণ বধ করেছিলেন রাম। আবার দশমীর দিনই দেবী দুর্গা মহিষাসুরের বধ করেছিলেন। তাই এই দিনটি ধুমধাম করে দশেরা ও বিজয়া দশমী হিসেবে পালিত হয়। বিজয়া দশমীর দিনে শুভক্ষণে পুজো করলে ব্যাক্তির সৌভাগ্য লাভ হয়। ২০২১ সালের ক্যালেন্ডার অনুযায়ী দুর্গাদশমীর দিন তিনটি বিশেষ যোগ তৈরী হচ্ছে। ১৪ই অক্টোবর সন্ধে ৬টা ৫২ মিনিট পর্যন্ত নবমী। এর পর থেকেই দশমী তিথি শুরু হয়ে যাচ্ছে। তবে উদয়া তিথি থাকার কারণে ১৫ই অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

১৪ অক্টোবর সন্ধে ৬টা ৫২ মিনিট থেকে ১৫ অক্টোবর সন্ধে ৬টা ২ মিনিট পর্যন্ত বিজয়া দশমী তিথি থাকবে। ১৫ অক্টোবর বিজয়া দশমীর দিন দুপুর ২টো ১ মিনিট থেকে ২টো ৪৭ মিনিট পর্যন্ত দশমী তিথি থাকবে। অপরাহ্ন পুজোর সময় দুপুর ১টা ১৫ মিনিট থেকে ৩টে ৩৩ মিনিট পর্যন্ত।

২০২১ সালের বিজয়া দশমীর দিনে তিনটি শুভ যোগ তৈরী হচ্ছে– 

১৪ অক্টোবর সন্ধে ৯টা ৩৪ মিনিট থেকে শুরু হতে চলেছে রবি যোগ। ১৬ই অক্টোবর সকালে ৯টা ৩১ মিনিট পর্যন্ত রবি যোগ চলবে।

১৫ই অক্টোবর সকাল ৬টা ০২ মিনিট থেকে সর্বার্থ সিদ্ধি যোগ সৃষ্টি হচ্ছে। চলবে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত।

২০২১ সালের বিজয়া দশমীর দিন সূর্যোদয় থেকে শুরু করে ৯টা ১৬ মিনিট পর্যন্ত চলবে কুমার যোগ।

২০২১ সালের বিজয়া দশমীর দিন এক সঙ্গে এই তিনটি যোগ সৃষ্টি হওয়ায় এই দিনটি আরও বেশী শুভ প্রমাণিত হবে।

Related posts

বিয়ে মানেই রকমারি বিয়ের কার্ড! বাঙালিদের মধ্যে বিয়ের কার্ডের প্রচলন কিভাবে হল জানেন?

News Desk

রুদ্রাক্ষ কী? একমুখী থেকে পঞ্চমুখী… কোন রুদ্রাক্ষ ধারণ করলে কি ফল পাওয়া যায়?

News Desk

বাংলাদেশে বিশ্বের সব চেয়ে ছোট গরুকে দেখতে ভিড়, গিনেস বুকে নাম চিন্তা ভাবনা মালিকের

News Desk