Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

নীল রঙ্গা এই অতি বিষাক্ত কাঁকড়াবিছের বিষের দাম ৭৫ কোটি টাকা! কেন এত দাম?

সচরাচর আমরা যেমন কাঁকড়া বিছে দেখে অভ্যস্ত তার থেকে এই কাঁকড়া বিছের অনেক পার্থক্য রয়েছে। শরীর গাঢ় নীল রঙা। আকর্ষণীয় দেখতে হলেও আসলে কিন্তু এই কাঁকড়া বিছে ভয়ঙ্কর। ভীষণই বিষাক্ত এই কাঁকড়া বিছে মূলত পাওয়া যায় কিউবায়। আর এই নীল রঙের ভয়ঙ্কর সুন্দর কাঁকড়া বিছের বিষ মহামূল্যবান। এর বিষের যা দাম তা শুনলে অবাক হতে বাধ্য।

সূত্র অনুযায়ী, এই কাঁকড়া বিছের এক লিটার বিষের দাম পড়ে প্রায় ৭৫ কোটি টাকা। যা অতি দামি থাইল্যান্ডে মেলা শঙ্খচূড় সাঁপের বিষের তুলনায় অনেকটাই বেশি। থাইল্যান্ডে মেলা শঙ্খচূড় সাঁপের বিষের এক লিটারের দাম পড়ে ৩০ কোটি টাকা। আর এই নীল বিছের বিষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান বিষ।

সূত্র অনুযায়ী, এই কাঁকড়া বিছের বিষের এত দামের কারণ এর থেকে প্রস্তুত হয় ভিডাটক্স নামের একটি ওষুধ যা কিউবায় ক্যানসার রোগ নিরাময়ে ব্যাবহৃত হয়। এই বিষের মধ্যে আছে পঞ্চাশটিরও বেশি যৌগ। যার মধ্যে খুব কম সংখ্যক যৌগের কার্যকরিতা এখনও অবধি সামনে এলেও তা ভীষণ দরকারী। বলাই বাহুল্য বাকি যৌগের বিষয়ে জানতে পারলে তা আরো প্রাণদায়ী ওষুধ তৈরিতে কাজে লাগতে পারে। আর এতে উপস্থিত যৌগের বিষয় খোঁজ মিলতেই এর চাহিদা বেড়েছে ভীষণভাবে। এই নিয়ে চলছে বহু গবেষণা। আরো কি কি ভাবে এই বিষ কি কাজে লাগানো যায়।

ইজরায়েরেল তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেরল গুরেভিজের জানিয়েছেন, এই কাঁকড়া বিছের বিষে এমন কিছু যৌগ আছে যেগুলি নানা মারণ রোগের চিকিৎসায় ফলপ্রসূ হতে পারে। শুধু তাই নয়, অঙ্গ প্রতিস্থাপনের চিকিৎসাতেও এই বিষ কার্যকর বলে জানিয়েছে, ফ্রেড হাচিনসন ক্যানসার রিসার্চ সেন্টারের।

Related posts

ভারতে গরম কালে আবারও ছড়াতে পারে করোনা ভাইরাস! সতর্ক করছেন বিশেষজ্ঞরা

News Desk

২৪শে ডিসেম্বর: অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন এবং যা কিছু এই দিনকে স্মরণীয় করে রেখেছে

News Desk

বিলাসবহুল ভিলায় চলছিল গোপন পর্ন ভিডিও রেকর্ডিং, হঠাৎই যা ঘটে গেল সেখানে

News Desk