Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

একই সিরিঞ্জ দিয়ে একাধিক ব্যাক্তিকে করোনা ভ্যাকসিন ! জলপাইগুড়ির ঘটনায় চাঞ্চল্য

একটি সিরিঞ্জ দিয়ে একাধিক ব্যক্তিকে করোনা ভ্যাকসিন! শোকজ হলেন চার স্বাস্থ্যকর্মী। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনিতে একটি সিরিঞ্জ দিয়ে একাধিক ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়ার ঘটনায় বুধবারই চার স্বাস্থ্যকর্মীকে শোকজ করেছে জেলা স্বাস্থ্য দফতর। পাশাপাশি ব্লক স্বাস্থ্য আধিকারিককে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন জেলার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. জ্যোতিষ চন্দ্র দাস।

একটি সিরিঞ্জে একাধিক জনকে ভ্যাকসিন দেওয়ার অভিযোগ ওঠার পরই অবশ্য বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. রমেন্দ্রনাথ প্রামানিক। এরপর তদন্তে নেমেই বুধবার ওই ভ্যাক্সিনেশন ক্যাম্পে থাকা চার স্বাস্থ্যকর্মীকে শোকজ করা হল বলে জানিয়েছেন জেলার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. জ্যোতিষ চন্দ্র দাস।

তিনি বলেন, ‘একটি সিরিঞ্জে একজনকেই টিকা দেওয়ার নিয়ম। একটি সিরিঞ্জে একাধিক ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। কীভাবে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে চারজনকে শোকজ করা হয়েছে।’ তবে এখানেই শেষ নয়। পূর্ণাঙ্গ তদন্ত করার আশ্বাস দিয়ে জেলার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, ‘তদন্ত কমিটি করা হবে। যে দোষী প্রমাণিত হবে, তার বিরুদ্ধে আইনত পদক্ষেপ করা হবে।’ পাশাপাশি যাঁদের টিকা দেওয়া হয়েছে তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনিতে গত সোমবার একটি ক্যাম্প করে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। সরকারের তরফেই ক্যাম্পটি করা হয়েছিল। সেখানেই একটি ক্যামেরায় ধরা পড়ে, একটি সিরিঞ্জ দিয়ে একাধিক জনকে ভ্যাকসিন দেওয়ার ঘটনা। যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একই সিরিঞ্জ দিয়ে পরপর চারজনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই ভিডিওটি চাউর হতেই জেলা স্বাস্থ্য দফতর ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কীভাবে একাধিক ব্যক্তিকে একই সিরিঞ্জে টিকা দেওয়া হল, বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছিলেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রাউত। তার একদিন পরই পদক্ষেপ করল জেলা স্বাস্থ্য দফতর।

উল্লেখ্য, করোনা ভ্যাকসিন নিয়ে যেন বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের!
গত মাসেও করোনা ভ্যাকসিনেশন নিয়ে সংবাদ শিরোনামে এসেছিল জলপাইগুড়ি জেলা। ধুমপাড়ায় একটি ভ্যাকসিনেশন ক্যাম্পে একই ব্যক্তিকে পরপর দুবার ভ্যাকসিন দেওয়ার অভিযোগ ঘটেছে। এছাড়া ভ্যাকসিনেশনের শুরুর দিকে টিকা নিতে গিয়ে অত্যধিক ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে।

Related posts

করোনা অতিমারি, তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে। আগেভাগেই নাকি সতর্ক করেছিল ভিনগ্রহীরা!

News Desk

কার্তিক মাসে প্রতিদিন সন্ধাবেলা কেন জ্বালানো হয় আকাশপ্রদীপ?

News Desk

বন্ধুর সাথে মিলে স্ত্রীকে জড়ালেন পরকীয়ার! সম্পর্ক ঘনিষ্ঠ হতেই স্বামী আঁটলো ভয়ঙ্কর ষড়যন্ত্র

News Desk