Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বাস্তবের ‘বান্টি অর বাবলি’! সরকারি চুক্তির নামে ২০ কোটি টাকা হাতিয়ে নিল স্বামী স্ত্রী মিলে

অভিষেক বচ্চন ও রানী মুখার্জি অভিনীত বান্টি অর বাবলি ছবিতে দেখা গেছিল যে প্রতারক দম্পতির চরিত্রে অভিনয় করা অভিনেতা-অভিনেত্রী সরকারের নাম করে মোটা অংকের বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন তাজমহল। এই দৃশ্যে দর্শকের মনোরঞ্জন হলেও তা ছিল নেহাতই চিত্রনাট্য। কিন্তু এবার এমনটাই হলো বাস্তবেও। যেখানে রেল ও সরকারি চুক্তির নাম করে কোটি কোটি টাকা প্রতারণা করল এক স্বামী স্ত্রী। তাদেরকে আপাতত সকলে বাস্তবের বান্টি অর বাবলি নামেই অভিহিত করছে। অবশ্য তারা ফাঁকি দিয়ে বেরোতে পারেনি। পুলিশ তাদের ধরতে পেরেছে।

জানা গেছে সরকারি কাজের চুক্তি করিয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করার অভিযোগে জয়পুর থেকে এক ব্যক্তি ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অভিযুক্তদের নাম অভিষেক আগরওয়াল এবং মীনাক্ষী। অভিষেকের বয়স ৩৮ বছর এবং মীনাক্ষী ৩৪ বছর বয়সী। পুলিশ জানিয়েছে দুজনেই বিহারের সুপল জেলার বাসিন্দা।

দুজন অন্তত চারটি ফৌজদারি মামলায় ওয়ান্টেড এবং গত তিন বছর ধরে পলাতক ছিল বলে পুলিশ জানিয়েছে। গত পাঁচ বছরে, এই জুটি বড় ব্যবসায়ী এবং প্রপার্টি ডিলারদের থেকে প্রায় ২০ কোটি টাকা প্রতারণা করেছে।

জানা গেছে এই দম্পতি নিজেদের বিশাল কেউকেটা বলে পরিচয় দিত। সরকারি চুক্তি করিয়ে দেবে আর সরকারি কাজের কন্ট্রাক্ট দেবে এই প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নিত। পরে তারা নিজেদের ফোন বন্ধ করে দিয়ে পালিয়ে যেত। এই দম্পতি যথেষ্ট উচ্চবিত্তের জীবনযাপন করতো যাতে কেউ তাদের আসল পেশা কি সেই বিষয়ে সন্দেহ না করে।

অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (দ্বারকা) বিক্রম সিং বলেছেন, পুলিশের টিম এই দম্পতির ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ফোন ঘেঁটে দেখেছে। “এই দম্পতি বেশ বিলাসবহুল জীবনযাপন করত এবং দাবি করত যে তারা তাদের পরিচিতির মাধ্যমে যে কোনও সরকারী চুক্তি পাইয়ে দিয়ে পারে। তাদের হাই সোসাইটিতে ওঠা বসা ছিল। এ জন্য অনেকেই এই দুজনের সঙ্গে যোগাযোগ করতেন। এরপর দুজনেই তাদের কাছে অগ্রিম হিসেবে কোটি কোটি টাকা দাবি করত। প্রতারনা করে তারা গায়েব হয়ে যেতেন।

এইরকম প্রতারণার অভিযোগে পেয়ে তদন্তে নামে পুলিশ। অনেক খোঁজাখুঁজির পর দুজনের লোকেশন খুঁজে পায় পুলিশ। তারপর জানা গেল তারা দুজনই বর্তমানে জয়পুরে রয়েছেন। এরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে দুজনকেই গ্রেফতার করে।

Related posts

অতি সংক্রমক ডেল্টা স্ট্রেনে আতঙ্কে চীন। বেজিং সহ চীনের ১৫ শহরে হু হু করে সংক্রমন বাড়ছে

News Desk

রাজ্যে আবারও ১৫ই আগস্ট অবধি বাড়ল বিধী নিষেধের মেয়াদ , কিসে কিসে ছাড় মিলছে জানুন

News Desk

কুকুরকে ‘সমকামী’ আচরণ করতে দেখেছেন! বাড়ি থেকে তাই বার করে দিলেন মালিক!

News Desk