Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আজ কৌশিকী অমাবস্যা! অশুভ শক্তির হাত থেকে বাঁচতে এইদিন ভুলেও এই কাজগুলি করবেন না

আজ কৌশিকী অমাবস্যা। হিন্দু পুরাণ মতে এই তিথিতেই কৌশিকী রূপে মা তারা এক বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ নিশুম্ভ নামক অসুরকে বধ করেন। ভাদ্রের মাসের এই অমাবস্যা অন্যান্য অমাবস্যার থেকে একটু আলাদা। তন্ত্র মতে ও শাস্ত্র মতে ভাদ্র মাসের অমাবস্যা অনেক কঠিন ও গুপ্ত সাধনা সম্পন্ন করার দিন। এই তন্ত্র সাধনা নিয়ে নানা সময়ে বহু পৌরাণিক কাহিনি উঠে আসে বীরভূমের তারাপীঠের বুক থেকে। ভক্তদের বিশ্বাস, কৌশিকী অমাবস্যার দিনই তারাপীঠের মহাশ্মশানের শ্বেতশিমূল গাছের তলায় বসে কঠিন সাধনার মাধ্যমে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা।

বৌদ্ধ এবং হিন্দু ধর্ম মতে তন্ত্রে এই দিনের এই অমাবস্যা তিথির এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্র মতে এই রাত্রিকে অভিহিত করা হয় ‘তারা রাত্রি’ নামে। কেননা আজ এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দরজা কিছু মুহূর্তের জন্য খুলে যায় ও সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনার মাধ্যমে কুলকুণ্ডলিনী চক্রকে জয় করে করেন ও সিদ্ধি লাভ করেন৷

কৌশিকী অমাবস্যায় বহু তান্ত্রিক তন্ত্র সাধনা করে থাকে যার প্রভাব পড়তে পারে আপনার উপরেও। তাই এই দিন অশুভ শক্তির হাত থেকে বাঁচতে এই কাজগুলি কোনো ভাবেই করবেন না….

• কৌশিকী অমাবস্যার দিন কোনোভাবেই কোনো আমিষ খাবার খাবেন না, এতে শরীরে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়। আজকের দিনে আমিষ খেলে জীবনে অমাবস্যার কালো ছায়া বা কুপ্রভাব পড়ার সম্ভবনা থাকে।

• কৌশিকী অমাবস্যার রাতে কোন কারণে রাত্রির অন্ধকারে বাড়ি থেকে দূরে কোথাও যাত্রা করবেন না। এইদিন নানা তান্ত্রিক তন্ত্র সাধনা করতে বসেন। এর ফলে পরিবেশে যে সমস্ত নেগেটিভ ও পজিটিভ এনার্জির জন্ম হয়, তা আপনার যাত্রায় প্রভাব ফেলতে পারে। এর কারণে পথে ঘাটে বিপদে পড়তে পারেন আপনি।

• যদি বাড়ির বাইরে একান্তই যেতে হয়, তাহলে অবশ্যই এক দিন সঙ্গে রাখুন তুলসীপাতা। সঙ্গে তুলসী পাতা থাকলে তা নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করে। তবে শাস্ত্র বলা আছে যে তুলসীপাতা অমাবস্যার দিন তুলতে নেই। ফলে আগের থেকেই এই পাতা তুলে রাখতে হবে।

• বলা হয়, কৌশিকী অমাবস্যার রাতে, মা তারার চরণে লাল রক্ত জবা ও সিঁদুর অর্পনে সুফল মেলে। কৌশিকী অমাবস্যার দিন এমনটা করলে তার সুফল লক্ষিত হয় জীবনে।

• তন্ত্রের কোনো প্রভাবকে দূরে রাখতে কৌশিকী অমাবস্যার রাতে বাড়ির সদর দরজার কাছে একটি তিল তেলের প্রদীপ জ্বালিয়ে রাখা উচিত। এতে কোনো নেগেটিভ এনার্জি দূরে থাকবে।

• হিন্দু শাস্ত্র বলে অমাবস্যায় গর্ভধারণ শুভ নয়। অমাবস্যা ছাড়াও পূর্ণিমা, চতুর্থী, ষষ্ঠী, অষ্টমী এবং চতুর্দশী তিথিতে গর্ভধারনের ক্ষেত্রেও এমনটা মনে করা হয়। তাই এদিন সঙ্গীর সাথে সঙ্গম করা থেকে বিরত থাকুন৷ এই দিন সমস্ত রকমের শারীরিক মিলনের ডাক এড়িয়ে চলুন৷ ভুলেও গর্ভবতী মহিলারা যেন আজকের দিনে বাড়ি থেকে বের না হন৷

Related posts

নখ ছোট তাই শারীরিক মিলন করতে নারাজ প্রেমিক! বয়ফ্রেন্ডের অদ্ভুত কাণ্ডে বিরক্ত এই মহিলা

News Desk

৫ বছর আগে সাপের কামড়ে মৃত্যু, এখন ছেলেকে জীবিত খুঁজে পাওয়ার দাবি করছেন মহিলা

News Desk

মানবদেহের পাশাপাশি করোনা সংক্রমণ এবারে কি পশুদের দেহেও? কী জানালো পরিবেশ মন্ত্রক।

News Desk