একজন চোরের কীর্তি শুনলে অবাক লাগবে, সে চোর টাকা চুরি করার পর বিড়ি চুরি করতে গিয়ে পড়লো বিপদে। নিউটাউনে দুষ্কৃতীরা এক বাড়ি থেকেই নগদ ২৫ হাজার টাকা ও সোনার গয়না চুরি করতে করেছিল। শেষমেশ এসব চুরির সাথে সেইটা বাড়ির মালিকের এক তারা বিড়িও চুরি করেছে তারা! অতিরিক্ত লোভের কারণে ওই বাড়ির বাইরের এটিএমও ভেঙে লুট করতে যায় তারা। সেটাই যত নষ্টের গোড়া হয়ে দাঁড়ালো। এই দুষ্কৃতীরা ধরা পড়লো এটিএমের cctv ফুটেজে। ব্যপক উত্তেজনা ছড়িয়েছে গত মঙ্গলবার নিউটাউন এর এই ঘটনায়। পুলিশ সূত্রে খবর, ওইদিন রাতে নগদ ২৫ হাজার টাকা ও সোনার গয়না চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা পাথরঘাটা এলাকার বাসিন্দা কার্তিক বিশ্বাসের বাড়ি থেকে। এরপর চুরির চেষ্টা হয় ওই বাড়ির পাশেরই একটি বেসরকারি ব্যাঙ্কের ATM ভেঙেও। শাবল দিয়ে ATM ভাঙার চেষ্টার ছবি ধরা পড়েছে CCTV ফুটেজে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই দুষ্কৃতী দলই চড়াও হয়েছিল কার্তিক বিশ্বাসের বাড়িতেও। ঘটনায় টেকনো সিটি থানার পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে। এই ঘটনায় জড়িত বাকিদের খোঁজ শুরু হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোতলা বাড়ির নীচেই দোকান রয়েছে পাথরঘাটা এলাকার বাসিন্দা কার্তিক বিশ্বাসের। দুষ্কৃতীরা প্রথমে মঙ্গলবার রাতে সেই দোকানের শাটার ভেঙে চুরির চেষ্টা চালায় বলে অভিযোগ। ভারী কিছু দিয়ে দোকানের শাটারে আঘাত করার চিহ্ন রয়েছে। কিন্তু, ওই শাটার শেষমেশ ভাঙা সম্ভব হয়নি। তখন বাড়ির পিছন দিয়ে দোতলায় উঠে দুষ্কৃতীরা ঘরের আলমারির লকার খুলে নগদ টাকা ও গয়না চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। ভোর তিনটে নাগাদ বিষয়টি কার্তিকের নজরে পড়ে।
তাঁর কথায়, ‘ বাথরুমে যাচ্ছিলাম ওই সময়। সেই সময় আমি বিড়ি জামার পকেট থেকে নিতে গিয়ে দেখি, তা মাটিতে পড়ে রয়েছে। বিড়িও নেই পকেটে। যখন আলো জ্বালাই তখন দেখছি আলমারির লকার খোলা রয়েছে। বুঝতে তখনই পারি, বাড়িতে চুরি হয়েছে।’
কার্তিক ওইদিন সকালেই জানতে পারেন, ভাঙার চেষ্টা হয়েছিল তাঁর বাড়ির পাশের ATM। স্থানীয় কেউ সেই চেষ্টা চোখে পড়ামাত্র পুলিশে খবর দিয়েছিলেন। টেকনো সিটি থানার পুলিশ খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয়। ফলত ATM ভাঙার চেষ্টা সফল হয়নি দুষ্কৃতীদের। একজনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। পালিয়ে যায় বাকিরা। তবে পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে।