Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

জুম কলে পড়াশুনা সম্পর্কিত মিটিং চলার সময় উদ্দাম সেক্সে মাতলেন স্কুলের শিক্ষিকা! ভাইরাল

অনলাইন ক্লাসই ভরসা অতিমারী (Corona Pandemic) পরিস্থিতিতে । এখন আবার টিউশনও পড়ানো হচ্ছে অনেকে Zoom কলে। যদি বিভ্রাট না হয় তবে প্রযুক্তি বিদ্যা মহাবিদ্যা। তাই চোখ-কান খোলা রাখা প্রয়োজন ভাল করে। আর তার চেয়েও প্রয়োজনের কৌশলগুলি শিখে নেওয়া প্রয়োজন ভাল করে । না হলেই বিপত্তি ঘটবে। ঠিক জামাইকার টিচার্স অ্যাসোসিয়েশনের জুম মিটিংয়ে যেমনটা হল। উদ্দাম যৌনতায় মাতলেন শিক্ষিকা ভারচুয়াল সেই মিটিং চলাকালীনই।

শিক্ষিকার যৌনক্রিয়ার ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে। যাতে দেখা যাচ্ছে, অন্য এক শিক্ষিকা জুম মিটিংয়ে শিক্ষা সম্পর্কে বক্তব্য রাখছিলেন। তখনই একজন খেয়াল করেন, উদ্দাম যৌনতা চলছে একটি উইন্ডোতে। চিৎকার করে ওঠেন তিনি। প্রশ্ন করেন “হচ্ছেটা কী?”, । সঙ্গীর চিৎকারে সম্বিত ফেরে যৌনক্রিয়ায় মত্ত শিক্ষিকার। সঙ্গে সঙ্গে তিনি কম্পিউটারের ক্যামেরা অফ করে দেন। তবে যা হওয়ার হয়ে গিয়েছে ততক্ষণে । এই দৃশ্য রেকর্ড হয়ে গিয়েছে মিটিংয়ে যোগ দেওয়া কারও ফোনে। আর তা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Teacher was having sex while during a zoom meeting

উল্লেখ্য, এমন বিভ্রাট নতুন নয় জুম কলের। এর আগে সিটি কাউন্সিলের বৈঠকে এভাবেই Zoom কলের সময় এভাবেই ল্যাপটপের ক্যামেরা অফ আছে ভেবে যৌনক্রিয়ায় মেতেছিলেন এক দম্পতি ব্রাজিলের রিও ডি জেনেইরতে (Rio de Jeneiro) । তাঁদের সেক্ষেত্রে অবশ্য সাবধান করেই ছেড়ে দেওয়া হয় বলে খবর। বিপাকে পড়লেন দক্ষিণ আফ্রিকার (South Africa) জাতীয় আইনসভার সদস্য ইনকোসি জোলাইল এনদেভু জুম কলে মিটিং করতে গিয়েই। বৈঠক চলাকালীনই স্ক্রিনের সামনে তাঁর স্ত্রী নগ্ন অবস্থায় চলে এসেছিলেন। পরে সেই ঘটনার জন্য ক্ষমাও চান তিনি।

Related posts

দাপট দেখাচ্ছে করোনা! উদ্বেগ বাড়িয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আবারও বাড়ল সংক্রমিতের সংখ্যা

News Desk

লটারিতে ৪০ লক্ষ টাকা পেতে ১৭ লক্ষ খুইয়ে সর্বস্বান্ত! মর্মান্তিক পরিণতির শিকার প্রৌঢ়

News Desk

অর্ধশতাধিক মেয়েকে বানিয়েছে শিকার, সেনা সেজে যেভাবে পুলিশকে ফাঁকি দিত সাইকো কিলার

News Desk