Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সঙ্গীত কোরানে ‘হারাম’, লোকসংগীত গায়ককে বাড়ি থেকে টেনে বার করে হত্যা করল তালিবান

কৌতুকশিল্পীর পর এবার তালিবদের কোপে সংগীত শিল্পী আফগানিস্তানে (Afghanistan)। আফগান মুলুকের জনপ্রিয় শিল্পী ফাওয়াদ আন্দরাবিকে বাড়ি থেকে বের করে করা হত্যা করা হল। স্থানীয় সংবাদমাধ্যম আসভাকা নিউজ সূত্রে অন্তত এমনটাই খবর।

জানা গিয়েছে আফগানভূমের জনপ্রিয় শিল্পী ফাওয়াদ আন্দরাবিকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে এনে হত্যা করা হয়। আফগানিস্তানের বাঘনান প্রদেশের আন্দরাব জেলার কৃষ্ণাবাদ গ্রামের বাসিন্দা জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী ফাওয়াদ আন্দরাবি। তাঁর ছেলে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

গতকালই তালিবানরা শরিয়া মেনে কর্মস্থলে যেতে নির্দেশ দিয়েছিল মহিলা স্বাস্থ্য কর্মীদের। একজন সঙ্গীত শিল্পীকে তারা হত্যা করল সেই দিনই। তাতেই ফারাক স্পষ্ট হচ্ছে তালিবানদের কথা আর কাজের মধ্যে। অন্যদিকে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ বলেছেন, সঙ্গীত নিষিদ্ধ ইসলামে। তবে সেদিতেও নজর দেওয়া হবে এধরনের ঘটনা যাতে আর না ঘটে। একই সঙ্গে তিনি জানিয়েছেন,সঙ্গীত থেকে দূরে সরিয়ে রাখার প্রচেষ্টা জারি রাখা হবে মানুষকে চাপ দিয়েও।

এরপর থেকে অন্ধকার আফগানভূমে নেমে এসেছে। খুঁজে খুঁজে হত্যা করা হচ্ছে সমস্ত আফগান শিল্পীদের। অন্যদিকে বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই শাস্ত্রীয় সঙ্গীতের স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে কান্দাহারসহ।

মহিলাদের কাজে ফেরার কথা বলেও মহিলাদের ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু করে দিয়েছে তালিবানরা সংবাদন চ্যালেনসহ একাধিক কাজের জায়গা থেকে। এইকথা প্রাক্তন অভ্যন্তরীণ মন্ত্রী মাসুদ আন্দরাবি জানিয়েছেন। আফগানিস্তানের কৌতুক শিল্পী নাজার মহম্মদকে প্রকাশ্যে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয় কিছুদিন আগেই। এবার সে দেশের সঙ্গীত শিল্পীরা তালিবদের নজরে। এমন পরিস্থিতিতেই আফগানিস্তানের জনপ্রিয় পপ তারকা আরিয়ানা সইদ দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন । তিনি আফগানিস্তানের বেশ জনপ্রিয় মুখ। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম আফগানিস্তানে। এই কারণে তিনি আমেরিকান প্লেনে করেই দোহা পৌঁছেছেন। তালিবানরা যে সে পথে হাঁটবে না তা আরও একবার প্রমাণ করে দিল মুখে শান্তি আর সুশাসনের কথা বললেও।

Related posts

কাটবে না বৃষ্টির দুর্যোগ, মেঘে ঢাকা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস

News Desk

তবে কি বাংলায় করোনার সমাপ্তি হতে চলেছে? কি বলছে পরিসংখ্যান!

News Desk

কৃষকের মৃতদেহ নিয়ে থানায় গোটা গ্রাম, উঠলো পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

News Desk