Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

প্রয়াত সুশান্ত সিং রাজপুতের ফেসবুক প্রোফাইলে নতুন ছবি পোস্ট? চাঞ্চল্য অনুরাগীদের মধ্যে

গত বছরের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের বিলাসবহুল ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন সুশান্ত সিং রাজপুত। এই মৃত্যু আদৌ খুন না আত্মহত্যা তা নিয়ে বিস্তর বিতর্কও হয়েছে। সুশান্তের ফ্যানেরা আজও এই মৃত্যুকে মেনে নিতে পারেন না। সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) আকস্মিক মৃত‍্যুর পর কেটে গিয়েছে এক বছরেরও বেশি সময়। এখনো জানা যায়নি অভিনেতার রহস‍্য মৃত‍্যুর কারণ। সে কারণে মাঝে মাঝেই সুশান্তের মৃত্যুর বিচারের আসায় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড শুরু হয়। কিন্তু শুক্রবার একটি অদ্ভূত ঘটনা দেখা গেল প্রয়াত সুশান্তের ফেসবুক প্রোফাইলে (Sushant Singh Rajput Facebook)। যা দেখে নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

তবে এবার এমন একটি ঘটনা ঘটেছে যাতে চমকে উঠেছে নেটিজেনরা। প্রয়াত সুশান্ত আবারো ফিরে এসেছেন, এমনি আশায় বুক বাঁধছেন তাঁর অনুরাগীরা।১৮ আগস্ট হঠাৎ করেই অ্যাক্টিভ হয়ে উঠল প্রয়াত বলিউড নায়ক সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) ফেসবুক (Facebook) প্রোফাইল। আর শুধু অ্যাক্টিভেটই নয়। প্রোফাইল থেকে দুম করে পোস্টও হয়ে গেল সুশান্তের এক অদেখা ছবি। ব্যাপারটা কি ঘটছে তা বোঝার আগেই হই হই করে প্রোফাইলে ঝাঁপিয়ে পড়লেন সুশান্ত সিং রাজপুতের অনুরাগীরা। ঝড়ের বেগে আসতে শুরু করল ছবির নিচে মন্তব্য। সেকেন্ডের মধ্যে সেই ছবি শেয়ার হয়ে ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়।

জানা গিয়েছে, সুশান্ত সিং রাজপুত নিজে হাতে খুব একটা ফেসবুক করতেন না। অভিনেতার পি আর টিমই তাঁর সোশ‍্যাল মিডিয়া অ্যাকাউন্ট চালনা করে। তাঁরাই মূলত সুশান্তের সোশ্যাল মিডিয়ার দেখভাল করত। খবর অনুযায়ী, এই নতুন ছবি পোস্ট করার কীর্তি তাঁদেরই। এই ঘটনায় প্রথমে নেটিজেনরা অবাক হলেও পরে অবশ্য সুশান্তের নস্ট্যালজিয়ায় বুঁদ হয়েছিলেন তাঁরা।

Related posts

বিয়ের দিন বউয়ের সাথে নাচার সময় কোলে তুলতে গিয়ে কাণ্ড ঘটিয়ে বসলেন বর! দেখে তাজ্জব সকলে

News Desk

এ কেমন মা! স্পার্ম ডোনার জাপানি নয় চীনা! তাই সন্তানকে অস্বীকার করলেন মহিলা

News Desk

প্রতি বছর প্রায় একই দিনে ভাদ্র সংক্রান্তির দিনই কেন হয় বিশ্বকর্মা পুজো! কারণ জানেন

News Desk