Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বান্ধবীর সাথে কথা বন্ধ কিশোরীর! ব্যারাকপুরে সমকামী সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক ঘটনা

গভীর সম্পর্ক থেকে বেরোনোর চেষ্টা। এক তরুণীর বিরুদ্ধে তার বান্ধবীর গায়ে আগুন লাগিয়ে খুনের চেষ্টা করার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে বারাকপুরের (Barrackpore) আদর্শপল্লি এলাকায়। নিহতের পরিবার থেকে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ, এই ঘটনাটি খুন নাকি আত্মহত্যা সে ব্যাপারে তদন্ত শুরু করেছে তারা।

নবনীতা দাসে নামের উত্তর ২৪ পরগণার ইছাপুর আনন্দমঠ এলাকায় বসবাসকারী ওই তরুণীর সঙ্গে সোশ্যাল মিডিয়ার(social media) মাধ্যমে মোহনপুর গ্রামের আদর্শ পল্লীর বাসিন্দা চর্চিতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুত্ব হয়। যাতায়াত শুরু হয় একে অপরের বাড়িতে। উপহার পাঠানোও হয়। কয়েক দিনের মধ্যেই বন্ধুত্বের গভীরতা বাড়তে থাকে। বন্ধুত্ব বেশ ঘনিষ্ঠ হওয়ার পরেই হঠাৎ করে কোন কারণ বসত মতানৈক্য ঘটে দুই বান্ধবীর। চর্চিতার মায়ের দাবি, নবনীতাকে ভালোবাসে বলে মেয়ে জানিয়েছিল। প্রথমে না মানলেও আর কিছু বলেননি পরে। সম্প্রতি ফাটল ধরেছিল সম্পর্কে। দূরত্ব তৈরি করতে শুরু করেছিল নবনীতা। একেবারে বন্ধ করে দিয়েছিল বাড়িতে আসাযাওয়া। মাঝেমধ্যেই চর্চিতার মোবাইল নম্বরও ব্লক করে দিত। এরপরই চর্চিতা নবনীতার বাড়িতে যায় শনিবার।

চর্চিতা দীর্ঘক্ষন বাড়িতে না ফেরায় তাঁরা নবনীতার বাড়িতে যান। পরিবারের সদস্যরা সেখানে গিয়ে জানতে পারেন চর্চিতার আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। নবনীতার পরিবারের থেকে জানানো হয় , চর্চিতা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। চর্চিতা নিজেই আত্মঘাতী হন গায়ে আগুন লাগিয়ে। অন্যদিকে চর্চিতার বাড়ির সদস্যদের অভিযোগ যে, এটা খুন। এই কাজ সমকামী সম্পর্ককে চাপা দিতেই। নিহতের মা ও দাদা আত্মহত্যার তত্ত্ব খারিজ করে দিয়েছেন।

আত্মহত্যার কারণ কি? তাঁদের মধ্যে আদৌ কী ধরনের সম্পর্ক ছিল, আত্মহত্যা কি শুধু কথা না বলার কারণেই? তা যাচাই করে দেখছেন তদন্তকারীরা। নবনীতা ও তাঁর পরিবারের সদস্যদের জেরা করছে পুলিশ। আতহত্যা নাকি অন্য কিছু ব্যাপার , সেটাও বিচার্য। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে।

Related posts

শতায়ু বৃদ্ধার সাথে জঘন্য কান্ড ঘটালো ২২ বছরের তরুণ! গ্রামবাসীরা প্রকাশ্যেই দিল চরম শাস্তি

News Desk

এও সম্ভব?? ২৮ বছর বয়সী এক পুরুষ জন্ম দিলেন এক কন্যা সন্তানের!

News Desk

করোনা দুর্দশায় এবারে এগিয়ে এলেন দেব: নিলেন আক্রান্তদের নিখরচায় খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব

News Desk