Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

টিউশন ফী দিতে পারেনি, তাই বিয়ে করতে হলো ছাত্রীকে! ইন্টারনেটে ভাইরাল শিক্ষকের কীর্তি

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমন কিছু ঘটনা ভাইরাল হয় যা দেখে লজ্জায় চোখ ঢেকে নিতে হয় এবং প্রচন্ডভাবে নিন্দনীয়। গ্রীন আগে এক ঘটনা সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে যেখানে শিক্ষক বলছেন ছাত্র-ছাত্রীদের টাকা দিতে তার বদলে সে তাদের পরীক্ষায় নাম্বার বাড়িয়ে দেবেন । আবার অনেক সময় ছাত্রীদের প্রতি শিক্ষকের অমানবিক অত্যাচারের ভিডিও ভাইরাল হয়েছে।

যদিও সম্প্রতি এক শিক্ষকের এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন এর জন্য। এক গরীব ছাত্রী ফিসের টাকা দিতে পারেনি বলে তাকে শিক্ষককে বিয়ে করতে হলো । ভিডিওতে শিক্ষক এবং ছাত্রী পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন দেখা গিয়েছে । 730 গোটা মাথায় সিঁদুর এ ভর্তি । শিক্ষক নিজের কুকীর্তির কথা বুক ফুলিয়ে বলছেন।

শিক্ষক বলছেন, ‘‘ আমারই ছাত্রী ছিল ও,আমার কাছে পড়তো । আমি একটা কোচিং সেন্টার চালাই, সেখানেই ও পড়তো, অনেকদিনের টিউশন ফি বাকি ছিল। বেশ অনেকদিন এর টিউশন ফি দিতে না পারার কারণে আমি ওকে বিয়ে করে নিয়েছি। শুধুমাত্র এখন আমার ছাত্রী নয় আমার স্ত্রী ও বটে ।’’

যদিও এই ভিডিও কোন জায়গার তা এখনো পর্যন্ত জানা যায় নি । মনে করা হচ্ছে যে যদি কোন শিক্ষকের চিন্তা-ভাবনা এমন হয় তার মানসিকতা যদি এমন হয় তবে সমাজ কোন দিকে এগোচ্ছে তা নিয়ে সত্যিই চিন্তার ব্যাপার । প্রায় প্রতিদিন বিভিন্ন ঘটনায় শিক্ষক এর মান কোথায় গিয়ে ঠেকেছে তা সত্যিই অবাক করছে । এই ঘটনাও অন্যতম। ছাত্রী টিউশন ফি দিতে পারেনি বলে তার সাথে এমন কাজ করা সত্যিই অন্যায় ।

Related posts

রাস্তায় এসইউভি গাড়িতে অপরাধে লিপ্ত দম্পতি! পৌঁছতে হলো সোজা জেলে! ঘটনায় চাঞ্চল্য

News Desk

সেক্স ডল কিনতে গিয়ে প্রতারণার জালে রায়গঞ্জের অবসরপ্রাপ্ত শিক্ষক! হাতিয়ে নেওয়া হল ৩৫ লক্ষ

News Desk

চা তৈরির পর চা পাতা ফেলে দিচ্ছেন। জানেন ব্যবহার হওয়া চা পাতা কত কাজে দারুন উপযোগী

News Desk