Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

টাকা ধার করেই এক মাসে ৬৬৪ কোটি টাকা আয় কলেজ ছাত্রের! নিরাপত্তা নিয়ে সঙ্কিত বাবা-মা

বয়স মাত্র ২০ বছর। আর এই ২০ বছর বয়সেই ৬৬৪ কোটি টাকার মালিক হলেন এক মাসেই। অবশ্য এতটা টাকা পাওয়ার কথা শুনেই আতঙ্কিত হয়ে পড়েছেন ওই যুবকের পরিবার। এত টাকা দিয়ে কি করবেন তাও ভেবে দেখেননি এখনও, ভেবেছেন নিজের পড়াশুনো ভালো করে চালিয়ে যাবেন।

ওই যুবকের নাম জেক ফ্রিম্যান। গণিত এবং অর্থনীতি নিয়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। এত অল্প সময়ে কী করে এত টাকার মালিক হলেন জেক? বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে , ৫০ লক্ষ শেয়ার কিনেছিলেন তিনি গত জুলাইয়ে। ওই শেয়ার গুলো কিনতে প্রতিটির জন্য খরচ হয়েছিল ৪৪০ টাকা। তিনি ৪৪০ টাকায় যে শেয়ার কিনেছিলেন, সেই শেয়ারের এক একটির দাম হয় ২,১৬০ টাকা এক মাস পর।

তা বিক্রি করতে এক মুহূর্ত দেরি করেননি জেক শেয়ারের দাম বাড়তেই। তিনি আয় করেন সমস্ত শেয়ার বিক্রি করে ৮৯৭ কোটি টাকা। অর্থাৎ তাঁর লাভ হয় এক মাসে ৬৬৪ কোটি টাকা। পুলিশ সূত্রে খবর, জেক যে সংস্থার শেয়ার কিনেছিলেন, ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগ ওঠে সেই সংস্থার সিএফও গুস্তাভো আর্নালের বিরুদ্ধে। অন্য শেয়ারহোল্ডাররা যার জেরে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েন। আর ম্যানহাটনে তাঁর আবাসনের ১৯তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন গুস্তাভো সেই বিপুল ক্ষতির কারণে।

জেক ডেইলি মেল-কে বলেন, “ বাবা-মা খুব চিন্তায় রয়েছেন বিপুল পরিমাণ টাকা পাওয়ার পর থেকেই। তাঁরা এই দুশ্চিন্তাই করছেন , যে আমাকে অপহরণ করা হতে পারে। তবে বিষয়টি নিয়ে আমি অত চিন্তিত নই। আপাতত নিজের পিএইচডি নিয়ে ব্যস্ত থাকতে চাই।”

অবশ্য বিনিয়োগ করার জন্য কোথা থেকে পেলেন ওই বিপুল টাকা জেক? জেক এ প্রসঙ্গে জানান, তিনি বন্ধু, আত্মীয় এবং পরিবারের সদস্যদের কাছ থেকে এই টাকা ধার করেছিলেন।

Related posts

তালিবানি হামলার কারনে ভারতীয়দের অবিলম্বে আফগানিস্তান ছাড়তে নির্দেশ কেন্দ্রের, বিশেষ বিমানের ব্যবস্থা!

News Desk

কেমন হয় ঘরের বাইরে থাকা ভারতীয় নারীদের যৌনজীবন, চমকপ্রদ তথ্য সরকারি সমীক্ষায়

News Desk

এক তরুণীকে ভর্তি হতে হলো আইসিইউ তে , কারন সে চাপা জিন্স পরে ডেট করতে গেছিল

News Desk