Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

চিনের রাস্তায় কাউকে ধাক্কা মেরে আহত করার চাইতে মেরে ফেলা ভালো , নেপথ্যে রয়েছে এক অদ্ভুত আইন

পৃথিবীর নানা দেশে রয়েছে নানা অদ্ভুত আইন। যা শুনলে হয়ত চমকে উঠবেন অনেকেই। তবে অদ্ভুত নিয়মের দিক থেকে বোধহয় চিন একটু বেশীই এগিয়ে। আর সেই আইন প্রভাব ফেলে চীনা জনগণের উপরেও। যেমন টা হয় রাস্তায় গাড়ি চালানোর সময়। চীনের রাস্তায় ড্রাইভাররা প্রায়শঃই এক অদ্ভূত কাজ করেন। ভুলক্রমে যদি তারা কাউকে ধাক্কা দিয়ে ফেলেন আর সেই ব্যাক্তি যদি আহত হন তাহলে চীনের ড্রাইভাররা দ্বিতীয় বার ধাক্কা দিয়ে তাকে একেবারেই মেরে ফেলার চেষ্টা করেন।

starnge china traffic rules

scoopwhoop.com নামক একটি ওয়েবসাইটে বেশ কয়েক দিন আগে একটি প্রতিবেদন বার হয় , যেখানে লেখা ছিল চিনের রাস্তায় একটা বিএমডাব্লিউ গাড়ি কিছুদিন আগেই একটি ছোট মেয়েকে ধাক্কা মারে। বাচ্চাটি সেই সময়ে তার ঠাকুমার সঙ্গে ছিল। ধাক্কা মারার সাথে সাথে শিশুটির ঠাকুমা ভয়ে আর্ত চিৎকার করে উঠে। গাড়ির চালক সেটা শুনতে পাওয়া মাত্রই নাকি গাড়িটি আবারও ঘুরিয়ে এনে আবার ধাক্কা মেরে বাচ্চা মেয়েটিকে একদম চাপা দিয়ে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করে।

কিন্তু কেন তারা করেন এহেন অদ্ভুত আর অমানবিক আচরণ। এর নেপথ্যে রয়েছে এক অদ্ভুত আইন। জানা যাচ্ছে চিনের একটি পথ দুর্ঘটনাজনিত আইন রয়েছে যার কারণেই এই অমানবিক প্রবণতা এতটা বেশি বেড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞ মহল। চিনের পথ দুর্ঘটনা আইন অনুযায়ী, রাস্তার কোনও মানুষকে যদি কোনও গাড়ি ধাক্কা দিয়ে আহত করে তাহলে সেই আহত ব্যাক্তি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে গাড়ির চালক কে ততদিনই ক্ষতিপূরণ দিয়ে যেতে হবে। কিন্তু যদি ধাক্কা লেগে পথ চলতি কোনো ব্যাক্তি মারা যায়, সেক্ষেত্রে অভিযুক্ত গাড়িটিকে মৃত ব্যক্তিকে এককালীন ক্ষতিপূরণের টাকা দিতে হয় শুধুমাত্র তাই এককালীন খরচ অনেকটাই কম। ফলে এই একলীন খরচটা কম তাই এই ধাক্কা দিয়ে সম্পূর্ন রূপে মেরে ফেলার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। যা যথেষ্ট চিন্তার কারণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related posts

করোনায় আতঙ্কে টানা দেড় বছর পা দেননি ঘরের বাইরে , ভয়নক অসুস্থতা নিয়ে উদ্ধার ৩

News Desk

হবু স্বামীর সাথে ভক্তদের পরিচয় করিয়ে দিলেন ঋতাভরী! খুব তাড়াতাড়িই কি বিয়ে?

News Desk

সাবধান! গুগল মিটে অনলাইনে চাকরির ইন্টারভিউয়ে মাধ্যমে টোপ পাতছেন প্রতারকরা

News Desk